বছর কুড়ি আগের ঘটনা। অনুপম খের ‘ওম জয় জগদীশ’ ছবিটি পরিচালনা করছেন। ছবির তিন নায়ক এবং অবশ্যই তিন নায়িকা। তাঁদের মধ্যে অভিষেক বচ্চনের বিপরীতে নায়িকা হিসেবে বলিউডে ডেব্যু করলেন এক সুন্দরী তরুণী। নাম তারা শর্মা। এবার সেই তারাকেই অভিষেকের ভাগ্নে অগস্ত্য নন্দার মায়ের ভূমিকায় দেখতে পাওয়া যাবে।
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খান এবং অমিতাভের দৌহিত্র অগস্ত্য অভিনয় করছেন, তা ইতিমধ্যেই বলিউডপ্রেমীরা জেনে গিয়েছেন। এবার জানা গিয়েছে সুহানা ও অগস্ত্যের মায়ের ভূমিকায় কারা অভিনয় করবেন, সেই নাম দু’টি। দুই চরিত্রে যথাক্রমে অভিনয়ে আছেন— কোয়েল পুরী ও তারা শর্মা।
‘সায়া’, ‘মস্তি’, ‘খোসলা কা ঘোসলা’ ইত্যাদি ছবির দৌলতে তারা বি-টাউনে পরিচিতমুখ। আর কোয়েলের প্রথম পরিচয় তিনি মিডিয়া ব্যারন অরুণ পুরীর মেয়ে। ‘এভরিবডি সে’স আই অ্যাম ফাইন!’, ‘আমেরিকান ডে লাইট’, ‘নজর’-এর মতো বেশ কিছু ছবিতে কাজ করেছেন কোয়েল। টিনসেল টাউনে খবর, সুহানা ও অগস্ত্যের সঙ্গে চেহারাগত সাদৃশ্য থাকার জন্য কোয়েল ও তারাকে এই ছবির জন্য বেছে নিয়েছেন জোয়া।