ছোট্ট আরোহী। তার কোনও কিছুর অভাব নেই। শুধু একটা জিনিসই তার নেই— মা। পারিবারিক বৈভবের প্রতি এই খুদের নেই কোনও আকর্ষণ। সে চায় মাকে। আগামী জুন মাস থেকে কালারস বাংলায় আসছে নতুন সিরিয়াল— ‘তুমিই যে আমার মা’। ধারাবাহিকের প্রথম প্রোমো টেলিভিশনের পর্দায় দেখার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল, কাকে দেখা যাবে আরোহীর মায়ের চরিত্রে? অপেক্ষার দিন শেষ। মায়ের চরিত্রে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডলকে। বাবা অনিরুদ্ধ রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন সুমন দে। প্রোমোতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েকে অনিরুদ্ধ বোঝাচ্ছে, সে তার বাবা, সে-ই তার মা। আরোহী মানতে নারাজ। সে নিজেই মাকে খুঁজবে। সেই সঙ্গে আদর্শ মায়ের কিছু বৈশিষ্ট্য আগে থেকে ভেবে নেয় সে। প্রিয়া এই বৈশিষ্ট্য নিয়েই ছোট্ট আরোহীর কাছে হাজির হচ্ছে। এর আগে প্রিয়া ‘তোমায় আমায় মিলে’, ‘বরণ’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। এবার সুমন-প্রিয়ার জুটির উপর ভর করে এগবে এই সিরিয়ালের গল্প।