বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

বাংলায় নতুন বায়োপিক

জন্ম বাংলাদেশে। দেশভাগের পর মা-বাবা পশ্চিমবঙ্গে চলে এলেও একরত্তি মেয়েটা থেকে গিয়েছিল ওপারে তার পিসির কাছে। ময়মনসিংহের দিকপাইট গ্রামে পিসিই যেন হয়ে উঠেছিল তার মা। আর ছিল বাড়ির পরিচারক ‘মাজন দাদা’। সেই ছোট্ট মেয়েটিকে ডাকা হতো দয়াময়ী নামে। সুনন্দা শিকদারের আত্মজীবনী ‘দয়াময়ীর কথা’ অবলম্বনে এবারে ছবি তৈরি করছেন পরিচালক তমাল দাশগুপ্ত। 
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (মাজন), ঋ সেন (মোতি ভাবি), গৌতম হালদার, সুমিত সমাদ্দার, মেঘন চক্রবর্তী (দয়াময়ী) প্রমুখ। একটি বিশেষ চরিত্রের জন্য অলকনন্দা রায় বা অনুরাধা রায়ের কথা ভাবা হয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হওয়া বাকি। এর আগে ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল ছোট্ট মেঘনকে। এই প্রথম সে বড় পর্দায় পা রাখতে চলেছে। পরিচালকের কথায়, ‘আমি বেশ কয়েকজনের অডিশন নিয়েছিলাম। কিন্তু ওর মুখের আদলের সঙ্গে আমার মনে যে দয়াময়ীর আদলটা ছিল, তা মিলে গিয়েছিল। তাছাড়া চিত্রনাট্যের শর্ত অনুযায়ী ও বাঙাল ভাষাটাও ভালো বলতে পারে।’ অন্যদিকে প্রথমবার বড়পর্দায় সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত মেঘন। সে জানাল, ‘আমি খুবই খুশি। চরিত্রটা শুনেও বেশ ভালো লেগেছে। আমি কনফিডেন্ট।’ কিন্তু কোথা থেকে সে এত ভালো বাঙাল ভাষা বলতে শিখল? ‘দিদা বাঙাল ভাষায় কথা বলতেন। তাঁর থেকে মা শিখে সেটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন’, বলছিল ক্যালকাটা গার্লস হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীটি। ছবির একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ। পরিচালকের কথায়, ‘বাংলাদেশে গিয়ে আমার শ্যুটিং করার ইচ্ছা ছিল। কিন্তু ওখানে এখন একটু সমস্যা রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না।’ টাকি, বসিরহাট, দেগঙ্গা, মিনাখাঁ ছাড়াও উত্তরবঙ্গের মেখলিগঞ্জ ও দিনহাটায় হবে শ্যুটিং। পরিচালক জানালেন যে তিনি আগামী এপ্রিল মাস থেকে ছবির শ্যুটিং শুরু করবেন।  

26th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ