বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

প্রতিযোগীর পাশে

রিয়েলিটি শোয়ের মঞ্চে মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। এবারে সেরকমই একটি ঘটনা ঘটেছে ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর মঞ্চে। এই শোয়ের বিচারকের আসনে বসেন শিল্পা শেট্টি, কিরণ খের, মনোজ মুন্তাসির ও বাদশাহ। আর সেখানে বাদশাহর সৌজন্য আপাতত সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মন জয় করে নিয়েছে। ঠিক কী ঘটেছিল দেখা যাক।
শো-এ রাজস্থানের একটি লোকসঙ্গীতের দল যোগ দিয়েছে। সম্প্রতি, একটি এপিসোডে দলটি লোকসঙ্গীত ও বলিউডের গানের মিশেলে একটি উপস্থাপনা করেন যা বিচারকদের হৃদয় স্পর্শ করে। কিন্তু অন্য একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে শিল্পার। তিনি লক্ষ্য করেন দলের একজন সদস্য ইসমাইল খান লাঙ্গা বাকিদের মতো মাথায় পাগড়ি পরেননি। কারণ জানতে চাইলে শিল্পাকে তিনি বলেন যে তিনি টাকা ধার করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন। তাঁদের এলাকায় বাবা যদি টাকা ধার করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি পাগড়ি পরার অধিকার হারান। মর্মস্পর্শী বিষয়টি বিচারকদের মন ভারাক্রান্ত করে তোলে। বাদশাহ ওই শিল্পীকে অর্থ সাহায্য করবেন বলে জানান। শুধু তাই নয়, মঞ্চে উঠে তিনি শিল্পীর মাথায় পুনরায় পাগড়ি পরিয়ে দেন।

26th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ