লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, এখনও তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার এমনটাই জানিয়েছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর মুখপাত্র অনুশ শ্রীনিবাসন আইয়ার। সেই সঙ্গে তিনি বলেন, ‘লতাদিদির শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব রটেছে। সেগুলি কেউ বিশ্বাস করবেন না। ওঁর অবস্থা স্থিতিশীল।’ উল্লেখ্য, সপ্তাহখানেক আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন সুরসম্রাজ্ঞী।