বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অস্কার কমিটির সম্মান

ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে তামিল ছবি ‘জয় ভীম’। চলতি বছরে ইংরেজি নয় এমন ভাষার ছবির বিভাগে সেরা ছবির গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এই ছবি। এবার অস্কার পুরস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ‘সিন অ্যাট দ্য অ্যাকাডেমি’ বিভাগে জায়গা করে নিল সূরিয়া অভিনীত ও প্রযোজিত এই ছবি। প্রায় ১৩ মিনিটের এই ভিডিওতে ছবির বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। তার সঙ্গে ছবির পরিচালক টি জে গানাভেলের একটি সাক্ষাত্কারও নেওয়া হয়েছে। 
সূরিয়ার প্রযোজনা সংস্থা ২ডি এন্টারটেনমেন্টের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘সর্বোচ্চ পর্যায়ের একটি সম্মান।’ পরিচালকের কথায়,‘এই ছবি শুধুমাত্র পুলিসি হেপাজতে উপজাতীদের উপর অত্যাচারের কথা বলে না, কীভাবে বর্ণবৈষম্য পুলিসি হেপাজতে বৈষম্যের সৃষ্টি করে সেটাও দেখায়।’ ১৯৯৩ সালে তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া উপজাতীর মানুষদের উপর পুলিসি অত্যাচারের কাহিনিকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। মুক্তির পর ৭৫ দিন অতিক্রান্ত হলেও চলচ্চিত্র মহলে এই ছবি নিয়ে চর্চা এখনও থামেনি। বর্তমানে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘জয় ভীম’।  

19th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ