বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ঘুন ধরা সম্পর্কের গল্প

ছ’জন মানুষ। প্রত্যেকে একে অপরের থেকে আলাদা। বিক্রম বড় সংস্থায় উচ্চপদে চাকরি করে। স্ত্রী মারা যাওয়ার পর সে কন্যা সিমিকে সময় দেয় না। অফিসের সহকর্মী পুনমকে প্রমোশনের লোভ দেখিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এদিকে পুনম আবার জয়ের সঙ্গে এক ফ্ল্যাটে থাকে। জয়ের স্বপ্ন, সে একদিন চলচ্চিত্র পরিচালক হবে। সিমি অভিনয় করতে চায়, কিন্তু জড়িয়ে পড়ে দেহব্যবসার সঙ্গে। তার ক্লায়েন্ট অমিত নামকরা চিকিত্সক। অমিতের স্ত্রী বিনীতার জীবনও একাকিত্বে ভরা। তার সঙ্গে ঘটনাচক্রে জয়ের আলাপ হয়। 
প্রতিটা সম্পর্কেই যেন ঘুনপোকার বাস। জীবনের সাপ-লুডো খেলায় হঠাত্ করে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়। কী সেই ঘটনা? শুভ্র রায়ের ‘ঘুন’ ছবিটি এই প্রশ্নের উত্তর দেবে। একটি ওটিটি প্ল্যাটফর্মে আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ছবিটি। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক ঘোষ, সিমি হয়েছেন অনুষা বিশ্বনাথন, জয়ের চরিত্রে সৌরভ দাস, অমিতের চরিত্রে সমদর্শী দত্ত, পুনমের চরিত্রে পৌলমী দাস এবং বিনীতার চরিত্রে রয়েছেন সুচিস্মিতা ঠাকুর। এছাড়া অতিথি শিল্পীর ভূমিকায় থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌরভ মালাকার ও বিশ্বজিত্ হালদার। গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী প্রমুখ।

19th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ