এবার কাউন্ট ড্রাকুলার চরিত্রে অভিনয় করবেন নিকোলাস কেজ। ছবির নাম ‘রেনফিল্ড’। ব্রাম স্টোকার সৃষ্ট কাউন্ট ড্রাকুলার বিশ্বস্ত অনুচর ছিল আর এম রেনফিল্ড। এই চরিত্রটিকে কেন্দ্র করেই ছবিটি পরিচালনা করছেন ক্রিস ম্যাকি। ছবিতে রেনফিল্ডের চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হল্ট। উল্লেখ্য, এর আগে হলিউডে ড্রাকুলার চরিত্রে উল্লেখযোগ্য অভিনেতারা হলেন বেলা লুগোসি, ক্রিস্টোফার লি ও গ্যারি ওল্ডম্যান।