বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

আরব দেশে প্রিমিয়ার

 ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র সদর দপ্তর এখন আরব আমিরশাহিতে। করোনা হানায় ভারতে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করা সম্ভব হয় না, তখনও ত্রাতা হিসেবে এগিয়ে আসে মরুশহর। এবার পর্দায় ভারতের প্রথম বিশ্বজয়ের সাক্ষীও থাকতে চলেছেন আরব উপদ্বীপের একটি দেশ। এ এক অদ্ভুত সমাপতন! কপিলদেবের নেতৃত্বে একদিনের ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়ের গৌরবগাঁথা বিষয়ক ছবি ’৮৩ মুক্তি পাবে এই মাসের ২৪ তারিখ। কিন্তু তার আগেই সৌদি আরবের দর্শক দেখে ফেলবেন কবীর খান পরিচালিত এই ছবি। ’৮৩ ছবিতে কপিলদেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোন রয়েছেন কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায়। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, হার্ডি সান্ধু, সাহিল খট্টর, পঙ্কজ ত্রিপাঠী।    
আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির প্রিমিয়ার হবে। উৎসবের শেষ দিন অর্থাৎ ১৫ তারিখেই। কবীর খান, রণবীর, দীপিকা ছাড়াও সেদিন বিশ্বজয়ী দলের অধিনায়ক কপিলদেব, বিশ্বকাপ সেমিফাইনাল-ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ মহিন্দর অমরনাথ ও সেই দলের ওপেনিং ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের উপস্থিত থাকার কথা। কবীরের কথায়, ‘ রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা দেখানোর উত্তেজনা ধরে রাখতে পারছি না। সৌদি আরবে ছবি দেখানোর সুযোগ পাওয়া আমাদের দেশের তো বটেই বিশ্বের ফিল্ম মেকারদের কাছেও একটা দারুণ সুযোগ। রণবীর, দীপিকা ও ক্রিকেট লেজেন্ড কপিলদেবের সঙ্গে এই উদ্যোগে থাকতে পারা যেন আমারই বিশ্বকাপ জয় হবে।’

1st     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ