বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ঠোঁটে ২৫টা সেলাই

আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত স্পোর্টস ড্রামা ‘জার্সি’। ছবির প্রচারে কিছুদিন আগেই অনুরাগীদের সঙ্গে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ এসেছিলেন শাহিদ। সেখানেই এক অনুরাগীর করা প্রশ্নের উত্তরে শ্যুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ছবিতে ক্রিকেটারের চরিত্রে রয়েছেন শাহিদ। একেবারে আসল বল দিয়েই প্র্যাকটিস করেছেন তিনি। 
প্র্যাকটিসের সময় হঠাৎই একটি বল তাঁর নীচের ঠোঁটে এসে লাগে। ‘বলটা এসে হঠাৎ ঠোঁটে লেগেছিল। এই ছবির শ্যুটিংয়ের এইরকম অভিজ্ঞতা কখনও ভুলব না। ভেবেছিলাম, ঠোঁটটা চিরকালের মতো কদাকার হয়ে গেল,' বলছিলেন শাহিদ। ২৫টি সেলাই করতে হয়েছিল। প্রায় ৩ মাস লেগেছিল স্বাভাবিক হতে। ‘এখনও পুরোটা স্বাভাবিক হয়নি। প্রায় দু’মাস শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল। সুতরাং, আমি রক্ত দিয়ে এই ছবির শ্যুটিং করেছি,' বলছিলেন শাহিদ। 
গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, পঙ্কজ কাপুর প্রমুখ।

29th     November,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ