আসন্ন ডিসেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে হচ্ছে, এই খবরে বলিউড সরগরম। নিজেদের সম্পর্ক নিয়ে যেমন মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনে, বিয়ের পরিকল্পনাতেও সেই অবস্থান বদলাননি। রাজস্থানের বিলাসবহুল কোনও রিসর্টে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে বলেই খবর। ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত কিছু না কিছু নতুন খবর রোজই শোনা যাচ্ছে। লেটেস্ট খবর হল, আমন্ত্রিত অতিথিদের নাকি মোবাইল নিয়ে প্রবেশের অধিকার থাকবে না। বিয়ের যাবতীয় জোগাড়যন্ত্রের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নাকি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বর-কনের অজ্ঞাতে কোনওভাবেই যেন বিয়ের ফোটো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। নবদম্পতির প্রাইভেসি ও নিরাপত্তা দেখভালের জন্য একটা বিশেষ টিমও তৈরি করা হয়েছে।
ভিকি-ক্যাটের আত্মীয়স্বজন ছাড়া বলিউডের অনেকেই অতিথি তালিকায় থাকবেন। ফোন নিষিদ্ধের ব্যাপারটা তাদের জন্যও বলবৎ থাকবে, এমনই শোনা যাচ্ছে। অতীতে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস বা দীপিকা পাড়ুকোন- রণবীর সিংয়ের বিয়ের ক্ষেত্রেও এরকম কড়াকড়ি দেখা গিয়েছিল। সেই থেকে শিক্ষা নিয়েই পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটতে চাইছেন বলিউডের এইমুহূর্তের সবচেয়ে হট কাপল।