বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

দাদাসাহেব ফালকে সম্মানে
ভূষিত রজনীকান্ত

৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন সুপারস্টার রজনীকান্ত। এই সম্মান তিনি তাঁর গুরু প্রয়াত চলচ্চিত্র পরিচালক কে বালচান্দেরকে উত্সর্গ করেছেন। মহামারীর কারণে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল। ২০১৯ সালে ঘোষিত পুরস্কার সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রদান করা হল।  উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রজনীকান্ত। এদিন বর্ষীয়ান অভিনেতাকে ‘দেশের অন্যতম সেরা সন্তান’ বলে অভিহিত করেন বেঙ্কাইয়া। ১৯৭৫ সালে বালচান্দেরের পরিচালনায় ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে রুপোলি পর্দায় পথচলা শুরু করেন রজনী। দক্ষিণী ছবির পাশাপাশি ‘হাম’, ‘চালবাজ’, ‘ভগবান দাদা’র মতো বেশ কয়েকটি হিন্দি ছবিতেও তিনি তাঁর জাদু দেখিয়েছেন। আর এই মুহূর্তে তাঁর অভিনীত ‘আন্নাথে’ ছবির জন্য সকলে অপেক্ষা করছেন। এই দীর্ঘ কেরিয়ারে নিজস্ব স্টাইল আর অননুকরণীয় স্ক্রিন প্রেজেন্স দিয়ে ভারতীয় দর্শকদের বিনোদনের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন দক্ষিণের থালাইভি। 
এদিন কঙ্গনা রানাওয়াতকে একেবারে সাবেকি সাজে বিজ্ঞান ভবনে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল শাড়ি। সঙ্গে ভারী সোনার গয়না পরেছিলেন তিনি। ‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে মনোজ বাজপেয়ি ‘ভোঁসলে’ ছবির জন্য এবং ধনুশ ‘অসুরান’ ছবির জন্য ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন। সেরা হিন্দি ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘ছিঁছোরে’। এটিই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। অনুষ্ঠানে ছবির পরিচালক অশ্বিনী তিওয়ারি ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা উপস্থিত ছিলেন। এই পুরস্কার সুশান্তকেই উত্সর্গ করেছেন সাজিদ। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামি’। সৃজিত সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক মহেন্দ্র সোনি। সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে’র পুরস্কার গ্রহণ করেছেন সৃজিত ‘গুমনামি’ ছবির জন্য। সেরা অরিজিনাল স্ক্রিন প্লে পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’। সেরা সঙ্গীত পরিচালনার শিরোপাও পেয়েছে এই ছবিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক ও সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

26th     October,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ