বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

এক অনন্ত অপেক্ষার কাহিনি

সেনাবাহিনীতে কাজ করে সাহিল। বেশ কিছুদিন ধরেই সে বাড়ি ফিরছে না। খোঁজখবর করতে শুরু করে তার স্ত্রী সুনন্দা। একদিন হঠাত্ সাহিল ফোন করে নিজের ফেরার খবর দেয়। তবে সে একা নয়, এক বন্ধুও আসবে তার সঙ্গে। প্রথমে সুনন্দা বিষয়টা ভালো ভাবে না নিলেও পরে মেনে নেয়। সেই বন্ধু দু’এক দিনের জন্য নয়, সারা জীবনের জন্য আসতে চলেছে। কিন্তু যেদিন আসার কথা, সাহিল কিন্তু সেদিন আসে না। অন্যদিকে, তাদের পারিবারিক বন্ধু চিকিত্সক সোম আবার পছন্দ করে সুনন্দাকে। সাহিলের বোন দিয়া থাকে সুনন্দার সঙ্গে। ছোটবেলায় একটা দুর্ঘটনায় দিয়ার বাবা-মা মারা যায়। সেই দুর্ঘটনায় দিয়ার পায়ে গুরুতর চোট লাগে। ডাক্তার সোমের জন্যই দিয়া এখন হাঁটতে পারে। সাহিলের না ফেরার ফলে যে শূন্যস্থান তৈরি হয়, সেই স্থানে কি সোমের আগমন হতে পারে? সাহিলই বা কেন ফিরছে না? এই রকম একটা গল্প নিয়েই নতুন ছবি তৈরি করেছেন পরিচালক অর্ণব মিদ্দা। ছবির নাম ‘অ্যাওয়েটিং’। অর্ণব এর আগে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে ‘অন্দরকাহিনি’ ছবিটি তৈরি করেছিলেন, যা দেশ-বিদেশের নানা ফেস্টিভ্যালে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। 
ছবিতে সাহিলের চরিত্রে অভিনয় করেছেন মুম্বইয়ের অভিনেতা সাহিল ফুল। সুনন্দার চরিত্রে সায়ন্তনী গুহঠাকুরতা, সোমের চরিত্রে ঈশান মজুমদার ও দিয়ার চরিত্রে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন। গোটা ছবিই উত্তরবঙ্গের জলদাপাড়ায় শ্যুটিং হয়েছে। কিছুদিনের মধ্যেই ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। ছবির চিত্রনাট্য ও গল্প লিখেছেন পরিচালক নিজেই। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ। সঙ্গীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।  

25th     October,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ