বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

দীপাবলিতে গোয়েন্দা সুব্রত

খবরের কাগজের ক্রাইম রিপোর্টার সুব্রত শর্মা। ঘটনাচক্রেই তার গোয়েন্দা হয়ে ওঠা। হঠাৎই কাগজ বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারায় সে। বাধ্য হয়ে একটি সস্তার ডিটেক্টিভ এজেন্সিতে সেক্রেটারি হিসেবে যোগ দেয়। একটি অপহরণ কেসের তদন্ত চলাকালীন তার বস ড্যানি মারা গেলে সুব্রতর কাঁধে তদন্তভার এসে পড়ে। এরকমই গল্প নিয়ে পরিচালক অঞ্জন দত্তর নতুন ওয়েব সিরিজ ‘ড্যানি ডিটেক্টিভ ইঙ্ক’। একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালির গোয়েন্দা হয়ে ওঠার গল্প। দীপাবলিতে একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ। বেশ তো আপনি ব্যোমকেশকে পর্দায় ধরছিলেন। আবার নতুন গোয়েন্দা নিয়ে আসার প্রয়োজন পড়ল কেন? অঞ্জনের জবাব, ‘আসলে ব্যোমকেশ বক্সী ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন সকলে ছবি করতে শুরু করল, আমি সরে এলাম। নিজের ছবির জন্য গোয়েন্দা গল্প নিজেই লেখার সিদ্ধান্ত নিলাম। ছাপোষা অথচ সাহসী বাঙালিকে ভেবে এই গোয়েন্দা গল্প লেখা আমার। এই গোয়েন্দা বাস্তবের অনেক কাছাকাছি।’গোয়ন্দা সুব্রত শর্মার চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস। বিশাল মাপের বুদ্ধিমান নয়। তার অস্ত্র সততা আর সাহস। ‘সুপ্রভাতের সঙ্গে কাজ করতে করতেই ওর মধ্যে আমি সুব্রতকে খুঁজে পাই। চিত্রনাট্য লেখার সময় সুপ্রভাতের চালচলন আমি সুব্রতর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কারণ সুব্রতর সঙ্গে ওর অনেকটাই মিল,’ বলছিলেন অঞ্জন।একটা সিজনে একটাই গল্প, পাঁচ পর্ব ধরে। প্রত্যেকটা গল্পের শুরু কলকাতায়। তারপর কোনও গল্প ডালপালা মেলে চলে যাচ্ছে কখনও ডুয়ার্স, সিকিম বা দার্জিলিং। কোনওটা আবার শিলং বা রাজস্থান। সিরিজটির সঙ্গীত পরিচালনা করছেন নীল দত্ত। প্রথম সিজনে সুপ্রভাত ছাড়াও অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, বরুণ চন্দ, সুদীপা বসু, প্রশান্ত বিশ্বাস।   

21st     October,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ