বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

চোখ ধাঁধানো অ্যাকশনে রুক্মিণীর
পারফেক্ট বলিউড ডেব্যু

সোহম কর : এই ধরনের আপাদমস্তক অ্যাকশন-থ্রিলার ছবিতে দর্শক প্রথমেই বুঝে যান, আর যাই হোক ছবির নায়ক-নায়িকাই শেষ হাসি হাসবে। কিন্তু গল্প বুঝে যাওয়ার পরেও গোটা ছবির জন্য দর্শককে ধরে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে ‘সনক’ ছবিটি জিতে গিয়েছে। আমেরিকান থ্রিলার ‘জন কিউ’র আদলে ছবিটি নির্মিত হয়েছে। এই ছবির মাধ্যমেই বলিউডে খাতা খুললেন রুক্মিণী মৈত্র। এর থেকে ভালো বলিউড ডেব্যু বোধহয় আর কিছু হতে পারত না। ছবিতে টানটান উত্তেজনা রয়েছে। কী হয়, কী হয়— এরকম একটা ব্যাপার সারাক্ষণ ধরে রেখেছেন ছবির পরিচালক কণিষ্ক বর্মা। গল্পের কথা বলতে গেলে, হার্টের অসুখে আক্রান্ত অংশিকার (রুক্মিণী)। অস্ত্রোপচারের জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে ভিভান (বিদ্যুত্)। সব কিছু ভালোয় ভালোয় মিটলেও ছুটি দেওয়ার দিন হাসপাতালে সন্ত্রাসবাদী হামলা হয়। ঘটনাচক্রে সন্ত্রাসবাদী নিধনে নেমে পড়ে ভিভান। দু’ঘণ্টার ছবিতে ভিভান কীভাবে সন্ত্রাসবাদীদের বধ করল, সেটাই দেখানো হয়েছে। এখানে দক্ষিণী ছবিতে ব্যবহৃত অবান্তর অ্যাকশন দেখানো হয়নি। মার্শাল আর্টের ব্যবহার করা বিদ্যুত্ জামালের চোখ ধাঁধানো অ্যাকশন দেখতে অসাধারণ লাগে। আরও একটা বিষয় হল, পরিচালক ছবির কাঠামো তৈরি করতে গিয়ে প্রথম থেকেই মূল বিষয়ে আলোকপাত করেছেন। দুর্বল গল্প নিয়ে কোনও রকমের ভণিতার আশ্রয় নেননি। উদ্দেশ্য ছিল অ্যাকশন-থ্রিলার তৈরি করা, তিনি সেটাই করেছেন। বাঙালির বাড়তি নজর থাকবে রুক্মিণীর উপর। বাংলা ছবির জনপ্রিয় এই অভিনেত্রী বেপাড়ায় গিয়ে কী করলেন, সেটাই দেখার। তিনি কিন্তু অভিনয়টা ভালোই করেছেন। বিদ্যুত্ জামালের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। ছবিতে তিনি বেশিরভাগ সময়েই হাসপাতালে রোগীর পোশাকে ছিলেন। একটা বাণিজ্যিক ছবিতে সাধারণত নায়িকাকে ভালো পোশাকে কতটা সুন্দর দেখাচ্ছে, এই বিষয়টা বড় হয়ে ওঠে। রুক্মিণী সেই সুযোগ পাননি। তার মধ্যেও নিজের জায়গায় উজ্জ্বল থেকেছেন। ভিলেনের চরিত্রে ছিলেন চন্দন রায় সান্যাল। তিনি এমনিতেও ভালো অভিনেতা। এই ছবিতেও নিজের নামের উপর সুবিচারই করেছেন। পুলিস আধিকারিকের চরিত্রে নেহা ধুপিয়াকে মানিয়েছে। মনে হতে পারে, এরকম অ্যাকশন নির্ভর ছবি বড়পর্দায় দেখতে আরও ভালো লাগত। কিন্তু দর্শক তো বিদেশি অ্যাকশন-থ্রিলার সিরিজ ওটিটিতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। সেদিক থেকে খুব সমস্যা হওয়ার কথা নয়। ওটিটিতে ‘সনক’ দেখলে ঘণ্টা দু’য়েক ভালোই কাটবে।

18th     October,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ
 
হরিপদ
 
31st     May,   2021
30th     May,   2021