বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

মুক্তির আলো দেখল একগুচ্ছ ছবি

গত শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ থ্যাকারের সঙ্গে পরিচালক রোহিত শেট্টি সহ মাল্টিপ্লেক্স কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। তারপরই দুপুরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে ঘোষণা করা হয়, আগামী ২২ অক্টোবরের পর করোনা বিধি মেনে মহারাষ্ট্রে সিনেমা হল খোলা হবে। এই ঘোষণার পরেই বলিউডের প্রযোজনা সংস্থাগুলো এতদিন দিন আটকে থাকা ছবিগুলোর মুক্তির দিন ঘোষণা শুরু করে দিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে পরিচালক রোহিত শেট্টি ঘোষণা করেন তাঁর ছবি ‘সূর্যবংশী’ চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন অক্ষয়কুমার। এছাড়াও রোহিত সৃষ্ট জনপ্রিয় পুলিস চরিত্র অজয় দেবগণ অভিনীত সিঙ্ঘম ও রণবীর সিং অভিনীত সিম্বাকে দেখা যাবে এই ছবিতে। অক্ষয় অভিনীত আরও একটি ছবি ‘রাম সেতু’ আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে। আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসও সময় নষ্ট করেনি। তারাও তাদের চারটি ছবির মুক্তির দিন ঘোষণা করেছে। বরুণ বি শর্মা পরিচালিত রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী অভিনীত ‘বান্টি অউর বাবলি ২’ মুক্তি পেতে চলেছে ১৯ নভেম্বর।যশরাজের বাকি তিনটি ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর। অক্ষয়কুমার, সঞ্জয় দত্ত, সোনু সুদ, মানুসী চিল্লার অভিনীত ‘পৃথ্বীরাজ’ গোটা বিশ্বে মুক্তি পেতে চলেছে আগামী বছর ২১ জানুয়ারি। রণবীর সিং ও শালিনী পাণ্ডে অভিনীত ‘জয়েসভাই জোরদার’ মুক্তি পেতে চলেছে আগামী বছর ২৫ ফেব্রুয়ারি। রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সামসেরা’ মুক্তি পেতে চলেছে আগামী বছর ১৮ মার্চ। এর কয়েকদিন পর ২৫ মার্চ মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। এপ্রিলের ২৯ তারিখে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত এবং পরিচালিত ‘মে ডে’।
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ‘৮৩’ ছবিটি চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে। যেখানে কপিল দেবের চরিত্রে রণবীর সিং এবং তার স্ত্রীয়ের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। অন্যদিকে সম্মুখ সমরে যেতে চাননি আমির খান। কথা ছিল এই বছর বড়দিনেই মুক্তি পাবে তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’। দিন পিছিয়ে দিয়ে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি এই ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করা হয়েছে।   তালিকা এখানেই শেষ হচ্ছে না। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর তিনটি ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। অহন শেট্টি ও তারা সুতারিয়া অভিনীত ‘তড়প’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৩ ডিসেম্বর। আগামী বছর মার্চ মাসের ৪ তারিখে মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’। টাইগার শ্রফ অভিনীত ‘হিরোপান্তি ২’ মুক্তি পাচ্ছে আগামী বছর ৬ মে।  চলতি বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’।

27th     September,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ