বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সুর চুরির অভিযোগ

আবার ট্রোলিংয়ের শিকার বলিউড সঙ্গীত পরিচালক অনু মালিক! তবে এবারে তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে! ঠিক কী ঘটেছে দেখা যাক। রবিবার ওলিম্পিক গেমসে ইজরায়েলের জিমন্যাস্ট আর্টেম ডোলগোপ্যাট সোনা জেতেন। পুরস্কার বিতরণীর সময়ে বেজে ওঠে ইজরায়েলের জাতীয় সঙ্গীত। আর তার পরেই যত বিপত্তি। নেট নাগরিকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন ওই দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে মিল রয়েছে অনু মালিকের সুর করা একটি গানের। গানটি হল অজয় দেবগণ ও সোনালি বিন্দ্রে অভিনীত ‘দিল জ্বলে’ (১৯৯৬) ছবির ‘মেরা মুল্ক মেরা দেশ’। স্বাভাবিকভাবেই নেট নাগরিকরা এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনু মালিককে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে শুরু করেন। ভাইরাল হয় একাধিক মিম। উল্লেখ্য, এর আগেও অনু মালিকের বিরুদ্ধে একাধিকবার সঙ্গীতের সুর চুরির অভিযোগ উঠেছিল। যদিও এবারের ঘটনায় এখনও পর্যন্ত অনু কোনও প্রতিক্রিয়া দেননি।     

3rd     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ