বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

রাজ কুন্দ্রার গ্রেপ্তার: নির্দেশ
রিজার্ভ রাখল হাইকোর্ট

হাইকোর্টেও স্বস্তি মিলল না রাজ কুন্দ্রার। তাঁর গ্রেপ্তার সংক্রান্ত মামলায় সোমবার নির্দেশ রিজার্ভ রেখেছে বম্বে হাইকোর্ট। রাজ ও তাঁর সংস্থার আইটি বিভাগের প্রধান রায়ানকে বেআইনিভাবে মুম্বই পুলিস গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের আইনজীবীরা। অভিযুক্তদের আইনজীবীদের মূল বক্তব্য, যে মামলায় রাজ ও রায়ানকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় পুলিসকে অভিযুক্তকে বয়ান রেকর্ড করার জন্য প্রথমে সমন পাঠাতে হয়। কিন্তু তা না করে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে। এদিন হাইকোর্টে সওয়ালের সময় সরকারি কৌঁসুলি অরুণা কামাত পাই বিচারপতি এ এস গাদকারিকে জানান, গ্রেপ্তার করার আগে সেকশন ৪১এ-এর অধীনে দুই অভিযুক্তকেই নোটিস করেছিল পুলিস। রাজ সেই নোটিস নিতে অস্বীকার করেছিলেন। আর রায়ান নোটিসটি গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে রায়ানের আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে অভিযোগ করেন, তাঁর মক্কেলকে ওই নোটিসের ভিত্তিতে বক্তব্য পেশ করার যথেষ্ট সময় দেওয়া হয়নি। তার আগেই গ্রেপ্তার করা হয়েছে। এদিন রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতারও অভিযোগ করা হয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে।

3rd     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ