বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সুপারস্টারের বিরুদ্ধে

বলিউডে নতুন যাঁরা অভিনয় করতে আসছেন তাঁদের উদ্দেশে নওয়াজউদ্দিন সিদ্দিকির বক্তব্য হল, ‘আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, নিজস্বতা রেখে সবসময় অভিনয় করা দরকার। সুপারস্টারের অভিনয় দেখে অনুকরণ করার কোনও মানে হয় না। তুমি যদি সুপারস্টারের মতো অভিনয় করো তাহলে মানুষ কেন তোমাকে দেখতে যাবে? যদি তুমি কিছু আলাদা করে দেখাতে পার, যেটা খুবই আকর্ষণীয় বা বাস্তবের মতো, তাহলেই মানুষ তোমার অভিনয় দেখবে।’
এই মুহূর্তে সিনেমা হল বন্ধ থাকার জন্য প্রায় সমস্ত সুপারস্টাররাই ওটিটি প্ল্যাটফর্মে তাঁদের ছবি রিলিজ করছে। এই উদ্যোগ নিয়েও যথেষ্ট বিরক্ত নওয়াজ। তিনি বলছেন, ‘শুরুর দিকে কোনও বিশেষ কারণে বা প্যাশনের জন্য ছবির নির্মাতারা ওটিটি প্ল্যাটফমর্কে বেছে নিত। কিন্তু এখন সিনেমা হল বন্ধ বলে সকলে ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছে। যদি ওটিটি প্ল্যাটফর্মেই কাজ করার ইচ্ছে থাকত, তাহলে সুপারস্টাররা এতদিন কেন আসেননি?’ নিঃসন্দেহে নওয়াজের কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। এর আগে ওটিটি প্ল্যাটফর্মের ছবি মানেই, তার আলাদা দর্শক ছিল এবং ধরে নেওয়া হতো সেই ছবি চলতি বাজারের থেকে আলাদা। কিন্তু সিনেমা হল বন্ধ হওয়ার পর থেকেই যেন মুড়ি-মিছরি এক হয়ে গিয়েছে।

13th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ