বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সোনুর উদ্যোগ

 গত বছর এই সময়টা অভিনেতা সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের জন্য পরিত্রাতার ভূমিকায় নেমেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই সোনু আবার পথে নেমেছেন। এবার তাঁর উদ্দেশ্য, করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিনের কার্যকারিতা সম্বন্ধে মানুষকে সচেতন করা। বিশ্ব স্বাস্থ্য দিবসে অমৃতসর থেকে তিনি তাঁর এই উদ্যোগ শুরু করলেন। এই বিষয়ে সোনু বলছিলেন, ‘আমার মনে হয়, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে। এখনও অনেক লোক ভাবছেন, ভ্যাকসিন নেওয়া উচিত না অনুচিত! আমি ভাবলাম এই সময়ে ভ্যাকসিনের কার্যকারিতা মানুষকে বোঝানো দরকার। অমৃতসর থেকে শুরু করলাম। সারা দেশে কাজ করার ইচ্ছে রয়েছে। আমিও আজকে ভ্যাকসিন নিয়েছি।’  
পাঞ্জাবের ছেলে সোনু। তাই অমৃতসরকেই এই যাত্রার সূচনা পথ হিসেবে বেছে নিয়েছেন। শুধুই পাঞ্জাব নয়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ দেশের অন্যান্য রাজ্যেও এই উদ্যোগ নেওয়া হবে। দেশের ছ’টি শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন সোনু। 

8th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ