বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

কবিতার ছন্দে

বাংলা কবিতা আবৃত্তির জগতে এই মুহূর্তে ছন্দা রায় একটি বিশিষ্ট নাম। সম্প্রতি রবীন্দ্র সদনে আয়োজিত হল ‘সর্জন আবৃত্তি আকাদেমি’ নিবেদিত ছন্দার একক আবৃত্তির অনুষ্ঠান, ‘কবিতার ছন্দে সৃজনী ছন্দা’। সেদিনের অনুষ্ঠানে তিনি আবৃত্তিকে নানা আঙ্গিকে উপস্থাপনা করে দেখিয়েছেন, কোথায় তিনি আলাদা। চার পর্বে বিভক্ত এই অনুষ্ঠান ২০টি কবিতা এবং একটি কথানাট্য দিয়ে সাজিয়েছিলেন শিল্পী। ‘সরস্বতী বন্দনা’ দিয়ে অনুষ্ঠান শুরু করে একে একে তিনি এগিয়ে গেলেন ছন্দের তরী বেয়ে। ছন্দের সুর, তাল লয়কে বেঁধে নিয়েছিলেন আপন মুন্সিয়ানায়। রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে সমসাময়িক কবিদের কবিতা দিয়ে সাজিয়েছিলেন পরিবেশনা। সঙ্গে ছিল ছন্দার নিজের লেখা কবিতা ‘ফাগুনিয়া বন্ধু’, ‘শিবতাণ্ডব’, ‘আজকের দুর্গা’। প্রতিটি আবৃত্তিই ছুঁয়ে গিয়েছে নান্দনিকতার মাত্রা।  এই অনুষ্ঠানে কবিতার হাত ধরে চলা আবহর কথা আলাদা করে বলতেই হয়। আলো ও মঞ্চ প্রশংসার দাবি রাখে। সেই সঙ্গে পিছনের পর্দায় কবিতার ভাব ও ভাষার সঙ্গে সাযুজ্য রেখে ভেসে ওঠা চিত্র শ্রোতাদের বিষয়ের সঙ্গে সহজেই মানসিকভাবে সংযুক্ত করতে সাহায্য করে। সামগ্রিক পরিচালনা ও আবহের জন্য প্রশংসা প্রাপ্য বিশ্বজিৎ দাসের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।
সন্দীপন বিশ্বাস     

29th     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ