বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ডান্স ফেস্টিভ্যাল

নৃত্যলোক সংস্থার কোরিওগ্রাফি ফেস্টিভ্যাল সম্প্রতি আয়োজিত হয়েছিল গিরিশ মঞ্চে। অনুষ্ঠানের শুরুতে ভারতীয় নাট্যশাস্ত্রের করণ, অঙ্গহার ইত্যাদি সহযোগে নৃত্যানন্দ এবং ভরতনাট্যম আঙ্গিকে গণেশ বন্দনা, তোড়িয়াম, তিল্লনা পরিবেশিত হয়। সমবেত এই নৃত্যে অংশগ্রহণ করেন ঐশানী রায়, শ্রেয়া রায়, সুষমা মন্ডল, পারমিতা দত্ত, স্নেহা শাসমল, শর্মিলা দে, শ্রাবন্তী ঘোষ, সৌমিলী ধর, স্বস্তিকা বিশ্বাস, সৃজা চক্রবর্তী, পূর্বজা ঘোষ, ফ্লোরা চট্টোপাধ্যায়, বৃষ্টি ঘোষ, সৃষ্টি, দেবাঙ্গী, অনুষ্কা ও অন্যান্যরা। সংস্থার কর্ণধার সুতপা আউন প্রধানের নির্দেশনায় অংশগ্রহণকারী শিল্পীদের অনুষ্ঠানে অনুশীলন ও দক্ষতার ছাপ স্পষ্ট। এরপর ডঃ তরুণ প্রধানের পরিচালনায় ষড়ভূজের শিল্পীদের রায়বেশে নৃত্য ছিল নজরকাড়া। বাংলার প্রাচীন এই লোকনৃত্যে শিল্পীদের শারীরিক কসরত ও নিয়ন্ত্রিত ভারসাম্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ঢালি, রংপা, পাতাঝুড় ইত্যাদি নৃত্যাঙ্গিকের সংমিশ্রণে নিবেদিত এই নৃত্যে অংশগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার শিল্পীরা। পরবর্তী নিবেদনে ছিল পঞ্চতন্ত্রের কাহিনি অবলম্বনে নৃত্যনাট্য ‘যৎ ভবিষ্যের বোকামি’। এই নৃত্যটিতে নৃত্যলোকের শিশু শিল্পীরা দর্শকদের মনোরঞ্জন করে। ছোটদের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ায় নীতিমূলক গল্পের বিষয়টি উপভোগ্য হয়ে ওঠে। সবশেষে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’ নাটকটি। অংশগ্রহণ করেন রোহন পাত্র, কল্লোল দে, সৌমিক পাল, দেবদাস বন্দ্যোপাধ্যায়, শর্মিলা দে, আরাত্রিকা দত্ত, মেঘা শাসমল প্রমুখ।  
কলি ঘোষ

22nd     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ