বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

 শাস্ত্রীয় সন্ধ্যা
 
​​​​​​​

সম্প্রতি সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে পণ্ডিত সঞ্জয় গুহর স্মৃতিতে ‘রসিয়া’ আয়োজিত এক সুন্দর শাস্ত্রীয় সন্ধ্যার সাক্ষী থাকল কলকাতা। তিনটি পর্বের প্রথমে ছিল শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেতার বাদন। পণ্ডিত দীপক চৌধুরী, পণ্ডিত শ্যামাপ্রসাদ চক্রবর্তী ও পণ্ডিত অজয় সিংহ রায়ের সুযোগ্য শিষ্য তীর্থঙ্কর দেশে, বিদেশে বহু অনুষ্ঠানে শ্রোতাদের মন ভরিয়েছেন। এদিনের নিবেদনে ছিল রাগ পূরিয়া ও তিলকশ্যাম। দ্বিতীয় রাগটি পণ্ডিত রবিশঙ্কর সৃষ্ট। তিলক কামোদ ও শ্যাম কল্যাণ মিশ্রিত রাগে মন ভরিয়ে দিলেন শিল্পী। তবলায় অপূর্ব সহযোগিতা করেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। দ্বিতীয় পর্বে কণ্ঠে শ্যামল কুমার চক্রবর্তী পরিবেশন করেন রাগ ইমন। শিল্পীর কণ্ঠ বড়ই মধুর। তাঁর সাবলীল চলন, দরাজ কণ্ঠে সার্থক স্বরক্ষেপণ শ্রোতাদের আনন্দ দেয়। তবলায় যথাযোগ্য সহযোগিতা করেন শ্যামল কুমার কাঞ্জিলাল। অতিসুন্দর হারমোনিয়াম বাদনে ছিলেন পিন্টু রায়। শেষ পর্বে পণ্ডিত প্রহ্লাদ প্রসাদ মিশ্রের সুযোগ্য শিষ্য পণ্ডিত সন্তোষ নাহারের অপূর্ব বেহালা বাদন মুগ্ধ করে। শিল্পীর নিবেদনে ছিল রাগ কিরওয়ানি। রূপক ভট্টাচার্যের তবলার সহযোগিতাও অনন্য। সকলের নিষ্ঠা ও সাধনার ফসল এই সুন্দর পরিবেশনা। এই সুন্দর সন্ধ্যা আয়োজনের জন্য আয়োজক সংস্থার সাধুবাদ প্রাপ্য।
সোনালী গোস্বামী

22nd     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ