বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

আবহমান জিজ্ঞাসা

‘যাও সঞ্জয়, ছলে বলে কৌশলে নিয়ে এসো সেই পাপিষ্ঠকে। আমি আলিঙ্গন করব। মর্মান্তিক আলিঙ্গন’— কুরুক্ষেত্রের যুদ্ধে পুত্রসন্তান হারানোর শোকে  বিহ্বল ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলেন এ কথা। বুদ্ধদেব বসু রচিত ‘মহাভারতের কথা’ আশ্রিত কাব্য-নাটক ‘সংক্রান্তি’র উপর ভিত্তি করে বড়িশা নিউ ভিস্তার নতুন নাটক সংক্রান্তি সম্প্রতি  মঞ্চস্থ হল মুক্তাঙ্গন রঙ্গালয়ে।  এই দলের কুশীলবরা সকলেই দৃষ্টিহীন। পৃথিবীর আলো দেখার সৌভাগ্য তাঁদের হয়নি। কিন্তু তাঁদের অভিনয়ে মঞ্চ আলোকিত। 
কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের প্রতিটি পদক্ষেপ ধারাভাষ্য আকারে বর্ণনা করেন সঞ্জয়। রাজা ধৃতরাষ্ট্র আত্মপক্ষ সমর্থন করে কৌরবদের জয় নিশ্চিত মনে করেছেন। পুত্র প্রেমান্ধ ধৃতরাষ্টের সঙ্গে ধর্মাশ্রয়ী গান্ধারীর ভাবনার পার্থক্য রয়েছে। মহাভারতে রাজনৈতিক পন্থা অবলম্বন করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করাই  ছিল লক্ষ্য। আর যাঁরা অনৈতিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়েছেন  তাঁদের বিনাশ অবশ্যম্ভাবী। যুদ্ধক্ষেত্রের নানা ঘটনা সেই সত্যকে প্রমাণ করে। তিন প্রধান চরিত্র ধৃতরাষ্ট্র (শামিম আখতার),  গান্ধারী (হুমেরা বেগম)  ও সঞ্জয় (রাজা ফ্যায়জ আলম)  নাটকের মূল সূত্রধর। তাঁদের অভিনয় দর্শক মুগ্ধ হয়ে দেখেছেন। 
মঞ্চ পরিকল্পনাতেও মুন্সিয়ানার ছাপ ছিল। মঞ্চ পরিকল্পনা ও চিত্রায়নে দেবাঞ্জলি কুণ্ডু। এই নাটকে সাজসজ্জা ও পোশাকের একটা গুরুত্ব আছে। সেই দায়িত্ব সামলেছেন মহম্মদ ইসরাফিল। আলোর দায়িত্বে ছিলেন দেবপ্রসাদ ঘোষ। আবহে নির্মাল্য পাল ও তাঁর দল। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে গণতান্ত্রিক মূল্যবোধ কোথায়, সে প্রশ্ন তোলে এই নাটক। তাই একদল কুশীলব  মঞ্চে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দেন। হানাহানি, অবিচার, অনৈতিকতা থেকে মুক্ত হয়ে সুশীল সমাজের নাগরিক হয়ে উঠতে পারেন দেশের জনগণ। কিন্তু কবে আসবে সেই সুদিন? সেই আবহমান জিজ্ঞাসা অভিনয়ের মধ্যে দিয়ে একঝাঁক দৃষ্টিহীন শিল্পী দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন। নাটকের সম্পাদনা ও নির্দেশনা করেছেন রাজা ফ্যায়জ আলম।
তাপস কাঁড়ার

8th     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ