বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

দুর্নিবারের ‘খোয়াব’

বড় ক্যানভাসে ছোট ছবি না ছোট ফর্ম্যাটে বড় ছবি? পরিচালক অনুরাগ পতির ‘কৈফিয়ত’কে দু’ভাবেই ব্যাখ্যা করা যায়। সম্প্রতি এই ছবির পোস্টার এবং মিউজিক প্রকাশিত হল স্বদেশীয়ানা ক্যাফেতে। পরিচালনায় অনুরাগ পতি। মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন দুই মুখ্য অভিনেতা পূজারিণী ঘোষ এবং প্রসূন গাইন। সঙ্গে সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। সকলের উপস্থিতিতে মুক্তি পায় এই ছবিতে দুর্নিবারের গাওয়া ‘খোয়াব’ গানটি। গীতিকার ঋতম সেন এবং সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য। দুর্নিবারের কথায়, ‘সাম্প্রতিক যে কয়েকটা গান আমি গেয়েছি তার মধ্যে খোয়াব আমার সব থেকে পছন্দের গান। গানের সুরটা আগে তৈরি করা হয়, তারপর কথা লেখা হয়। আশা করি এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’ এই ছবির প্রযোজক তথা অভিনেতা প্রসূন গাইন বলেন, ‘কৈফিয়ত একটা সাধারণ গল্প। সাধারণ সমস্যা নিয়ে সাধারণ মানুষের গল্প। আমাদের জীবনে চলার পথে অনেক কৈফিয়ত লোকজনকে দিতে হয়। আবার অনেক কৈফিয়ত আমরা দিই না। আমরা স্বাধীন মানুষ হয়েও যে কথাগুলো না বললেও চলে, সেই কৈফিয়তও দিতে হয় আমাদেরকে। এসব নিয়েই ছবি।’

1st     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ