বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

অফার 
পেয়ে অবাক

অন্য কারও জুতোয় পা গলানো নেহাত সহজ কাজ নয়। আপাতত সেই কঠিন কাজটাই করছেন অভিনেত্রী অনুশ্রী দাস। স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক সদ্য ছেড়ে দিয়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তা নিয়ে বিতর্কের মাঝেই রূপার ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় শুরু করেছেন অনুশ্রী। নতুন কাজে কতটা আত্মবিশ্বাসী তিনি? অনুশ্রী বললেন, ‘সকলেই জানেন আমার আগে ‘বীথিকা মিত্র’ চরিত্রটি করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। সে চরিত্রে যখন আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তখন প্রথমে স্তম্ভিত হয়ে যাই। তারপর ফোন করি রূপাদিকে। ওঁর সঙ্গে আগে অনেক কাজ করেছি। তাছাড়া ব্যক্তিগত সুসম্পর্কও রয়েছে। এই চরিত্রটি নিয়ে দ্বিতীয়বার ভাবতে চান কি না জানতে চেয়েছিলাম। তিনি বলেন ‘না’। তখন রাজি হই। সত্যি বলতে চরিত্রটি নিয়ে এখনও পর্যন্ত ভয়েই রয়েছি। কতটা করতে পারছি বা পারবো, তা এখনই বলা সম্ভব নয়। হয়তো কিছুদিন পর ভয় কাটবে।’ 
ছোটপর্দায় অনুশ্রীর নিজস্ব দর্শক রয়েছে। কিন্তু দর্শক তাঁকে ‘বীথি’ রূপে কতটা মেনে নেবেন সেই বিষয়ে এখনও সন্ধিহান তিনি। বলছিলেন, ‘আমাকে অনেকবার রিপ্লেস করা হয়েছে। কিন্তু আমি কারও পরিবর্তে অভিনয় করেছি এমনটা মনে পড়ে না। ফলে দর্শকরা কীভাবে মানবেন সেটা প্রতি মুহূর্তে মনে হচ্ছে এবং ভয়েই রয়েছি।’ 
‘বীথি’ চরিত্রের নেতিবাচক দিক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অবশ্য মানতে নারাজ অনুশ্রী। নতুন করে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি চিত্রনাট্যকারের উপরই ভরসা রাখছেন। বললেন, ‘কোনও চরিত্র সরলরেখায় চলে না। এরও প্রচুর শেড রয়েছে।’ ‘বীথি’ চরিত্রটি নাকি বাড়তি চাপের। কারণ ব্যাখ্যা করে বললেন, ‘রূপাদি অভিনয় করছিলেন। দর্শকের কাছে একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। এখন ওই জায়গায় পৌঁছনোটা আমার পক্ষে একটু চাপের তো বটেই।’
মানসী নাথ

12th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ