বিশ্বাস ও বিদ্রোহ আপাত অর্থে পরস্পরবিরোধী দু’টি শব্দ। কিন্তু শিল্পের ক্ষেত্রে এই দুই চিন্তাধারা এক অদ্ভুত সৃষ্টির বিকাশ ঘটায়। সেই চিন্তা থেকেই এবারের চিত্রকলা ও ভাস্কর্যের প্রদর্শনী সাজিয়ে তুলেছে ‘ওপেন উইন্ডোজ’। রজতজয়ন্তী বর্ষে তাদের প্রদর্শনীর থিম ‘সিন্থেসিস অব ফেথ অ্যান্ড রেবেলিয়ন’। অংশগ্রহণ করেছেন সমীর আইচ, হিরণ মিত্র, সুনীল দে, চন্দ্রশেখর দাস প্রমুখ। রং, তুলি দিয়ে ক্ষয়িষ্ণু জীবনের অপূর্ব ছবি ‘দ্য ফলেন এঞ্জেল’এর মাধ্যমে তুলে ধরেছেন সমীরবাবু। অন্যদিকে, ভাস্কর চন্দ্রশেখর দাসের তৈরি ব্রোঞ্জের ভাস্কর্যটি জীর্ণ রাস্তা দিয়ে ছুটে চলা একটি ঘোড়ার কথা মনে করাবে। বিড়লা অ্যাকাডেমিতে সংশ্লিষ্ট প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ( সোমবার ব্যতীত)।