বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

অনিন্দ্যসুন্দর
সাংস্কৃতিক সন্ধ্যা

তমসো মা জ্যোতির্গময়ো... অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার যে চিরায়ত আর্তি, তাকে ঘিরেই মানবজীবন। সেই আলোর সন্ধানই মানবের সাধনা। সেই সাধনাকে উপজীব্য করে ‘মধুরব’ সম্প্রতি যোগেশ মাইম অ্যাকাডেমিতে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন  করে। সূচনায় গুরুপ্রণাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হল নৃত্যগুরু শ্রীলেখা মুখোপাধ্যায়, সঙ্গীতগুরু গৌরী রায়চৌধুরী ও বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মনকে। এরপর ছিল সঙ্গীতালেখ্য ‘এসো আলোর আলো’। রবীন্দ্রসঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন স্বাতী নন্দী, সঞ্চিতা বর্মন মুখোপাধ্যায়, কেকা গঙ্গোপাধ্যায় ও পলি চক্রবর্তী। 
দ্বিতীয় পর্বে ছিল নৃত্যালেখ্য ‘প্রণম্য অগ্নি’। স্বাতী নন্দীর রচনায়, বিজয়লক্ষ্মী বর্মনের পাঠে, শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক রূপায়ণে ও সংস্থার ছাত্রীদের পরিবেশনা শেষ অবধি দর্শককে আবিষ্ট করে রাখে। এখানে অগ্নি আসলে এক নারী। যাকে কেউ দহন করতে পারে না, যে করে অগ্নি তপস্যা। নারীর এই অগ্নি তপস্যা কখনও আত্মমর্যাদার, কখনও ভালোবাসার আবার কখনও প্রতিবাদের। পুরাণ থেকে সমকাল নারীর ভিতরের আগুন আজও বহমান। নৃত্যে অংশ নেন অদিতি, কমলিকা, তন্নিষ্ঠা, শায়েরি, নীলাশ্রী, অনিন্দিতা, শ্রেষ্ঠা, আনন্দী, অনন্তা, চন্দ্রাণী, প্রগতি ও সংস্থার কর্ণধার শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। মূলত ধ্রুপদী কত্থক নৃত্যশৈলীর আধারে নির্মিত এই নৃত্যালেখ্যটিতে অভিনয় অংশগুলো যথেষ্ট প্রশংসনীয়। দ্রৌপদী ও গান্ধারী চরিত্র দুটি এক্ষেত্রে উল্লেখযোগ্য। সমবেত নৃত্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে  কোঅর্ডিনেশনের অভাব চোখে পড়ে। তবে রুদ্রাগ্নি ও শান্তাগ্নি নৃত্যাংশে শিল্পীদের অনুশীলন ও চর্চার স্বাক্ষর রয়েছে। 

4th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ