বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

বাজল তোমার আলোর বেণু

মা আসছেন। সেজে উঠছে প্রাণ ও প্রকৃতি। উৎসব আসন্ন। তারই আবহ যেন শুনতে পাওয়া গেল সম্প্রতি বাংলা অ্যাকাডেমিতে শ্রুত্যয়ন সংস্থার ‘শারদ শুভেচ্ছায়’ অনুষ্ঠানে। শ্রুতিনাটক ও গল্পপাঠের ডালি সাজিয়ে সংস্থাটি পেশ করল ‘বাজল তোমার আলোর বেণু’ শীর্ষক এক মন ভরানো অনুষ্ঠান।
ছিল অনির্বাণ মুখোপাধ্যায় রচিত ও নির্দেশিত পাঁচটি শ্রতিনাটক ও একটি গল্পপাঠ। বিষয় দুর্গোৎসব। বোধন থেকে বিসর্জন, পুজোকে ঘিরে মানুষের অন্তরমহলের আবেগ-আশঙ্কা, বৈভব-বিষাদ, আশা-নিরাশার টানাপোড়েন টানটান নাটকীয়তায় ফুটে উঠল পরিবেশনার গুণে।
প্রথমে ‘বোধন’। বৃদ্ধাশ্রমবাসী এক বিধবা ও এক বিপত্নীকের নতুন সম্পর্কের বোধন। ‘সুশাব্দিক’ প্রযোজিত শ্রুতিনাটকটিতে অভিনয়ে মন ভরালেন অনিন্দ্য গুপ্ত ও সুমনা দাস। পুঁজি সীমিত কিন্তু প্রেম অফুরন্ত। চাহিদাহীন চমকে দেওয়া প্রাপ্তিগুলোই তো মনের প্রাঙ্গণে উৎসব বয়ে নিয়ে আসে।
‘রানির সাজ’ নাটকে প্রাঞ্জল অভিনয় সঞ্জয় দত্ত ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের।
এছাড়াও ছিল শৌভিক সেন, সুতপা সেনগুপ্ত, সঞ্জয় দত্ত অভিনীত ‘বিজয়া’, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, অন্বেষা দত্ত, রিয়া দেব, অনামিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘বলি’। কালারস বাচিক প্রযোজিত, তিলক ভট্টাচার্য, কমলিকা দত্ত, তমালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘সিঁদুর খেলা’ নাটকটি চমৎকার ও সুখশ্রাব্য। শেষ তিনটি শ্রুতিনাটকে অংশ নেন অনির্বাণ মুখোপাধ্যায়ও। মনকাড়া বাচনভঙ্গিতে ‘বনেদিয়ানা’ গল্পটি পাঠ করেন সত্যপ্রিয় সরকার। অনুষ্ঠানের ফাঁকে সম্মান জানানো হয় সতীনাথ মুখোপাধ্যায়, ডঃ শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সমুদ্র বসুকে। আবহ ও সঞ্চালনায় ছিলেন যথাক্রমে সন্দীপ দে ও অন্বেষা আচার্য।
—প্রিয়ব্রত দত্ত

30th     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ