বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

শতবর্ষের আলোয় সুপ্রীতি ঘোষ

মহালয়ার ভোররাত্রে আকাশবাণী থেকে প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’ শুরু হলেই প্রথম একক গানটি যাঁর সুললিত কণ্ঠে শোনা যায় সেই প্রবাদপ্রতিম সুপ্রীতি ঘোষের জন্মশতবর্ষপূর্তিতে গ্যালারি গোল্ডে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হল চৈতি চট্টোপাধ্যায়ের পরিচালনায়। ‘বাজল তোমার আলোর বেণু’ গানটি দিয়েই আদ্যাস্তোত্র গেয়ে অনুষ্ঠানের সূচনা করলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। শিল্পীর জন্ম ১৯২২ সালের ২৮ আগস্ট কলকাতার মির্জাপুর অঞ্চলে। ১৯৩১ সালে প্রথম বেতারে গান গাওয়া শুরু। সেনোলা কোম্পানি থেকে প্রথম রেকর্ড বের হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রভাতে প্রচারিত হয় শিল্পীর গান কলকাতা বেতারে। বহু বিখ্যাত গান, রবীন্দ্রসঙ্গীত, বেসিক ও ছায়াছবিতে শিল্পী গেয়েছেন। ওইদিন মহারানি চক্রবর্তী সুন্দর গাইলেন ‘আমারই গান ওই’ ও ‘নির্ঝরিণী ঝিরঝিরিয়ে’। ছন্দা সেনগুপ্ত গাইলেন ‘যেথায় গেলে হারায় সবাই’ ও ‘হরিনাম লিখে নেবে’ ভালো লাগে। মঞ্জুশ্রী বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ‘তোমার কথাই মনে পড়ছে’ ও ‘কৃষ্ণচূড়ার স্বপ্নঝরা’ মন ভালো করে। পায়েল করের সুরেলা কণ্ঠে ভালো লাগল ‘আকাশে লক্ষ তারার দেয়ালি’। সুপর্ণা ঘোষের সুন্দর গায়কীতে ‘এই ভরা ফাগুনে’ ও ‘মনোপথে এল’ অতুলপ্রসাদি গান ভালো লাগে। সুমনা চট্টোপাধ্যায় পরিবেশিত ‘ভ্রমর বাউল তোমার পাখার’ গানটিও বেশ ভালো লাগে। শালিনী গুপ্তের কণ্ঠে ‘পথিক মেঘের দল’ ও ‘ক্লান্তি যদি নামে’ অসাধারণ পরিবেশনা। রীতা রায় গাইলেন ‘ও নীল সাগরের নেয়ে’, অন্তরা ভট্টাচার্যের ‘আকাশ যদি না এত’, শৌণক গুপ্তের গাওয়া ‘আবার আমি আসব’ খুব সুন্দর । রবীন্দ্রসঙ্গীত ‘চাঁদের হাসি’ গানটি দ্বৈতকণ্ঠে অসাধারণ গাইলেন চৈতি চট্টোপাধ্যায় ও শালিনী গুপ্ত। শেষ নিবেদনে সমবেত কণ্ঠে ‘এই ফুলের দেশে’ (কথা: শ্যামল গুপ্ত, সুর: মানবেন্দ্র মুখোপাধ্যায়)। উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী শকুন্তলা বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় মাতিয়ে রাখেন শম্পা বটব্যাল। সুপ্রীতি ঘোষকে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হল তাঁরই গাওয়া গানে গানে যেন গঙ্গাজলে গঙ্গাপুজো। 
—সুদেব চট্টোপাধ্যায়   

16th     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ