বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

অনবদ্য তালতরঙ্গ

প্রখ্যাত তবলিয়া পণ্ডিত বিশ্বনাথ মুখোপাধ্যায়ের পরিচালনায় কলাশ্রীর ৩৮তম উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল দেশবন্ধু তরুণ সংঘ প্রেক্ষাগৃহে। রমা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং অতুলপ্রসাদের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা। পরে একক তবলা লহরা বাজিয়ে শোনান শিবনাথ মুখোপাধ্যায়। নজরুলগীতি, ভজন, গীত, গজল, রাগপ্রধান ইত্যাদি পরিবেশন করেন তাপস রানা, পাপিয়া রানা, পূর্ণিমা বসু, সোমনাথ দাস। রাগেশ্রী রাগে খেয়াল শোনালেন অমিতাভ ঘোষ। পরে পণ্ডিত সিদ্ধেশ্বর ভৌমিক উপহার দিলেন ইমন রাগে খেয়াল। ইন্দ্রাণী কাঁড়ারের ভীমপলশ্রী রাগে সেতার বাদন শ্রোতাদের মুগ্ধ করে। তবলায় যোগ্য সঙ্গত করেন জয়দীপ চক্রবর্তী ও পণ্ডিত সুমন কাঁড়ার। কত্থকশিল্পী ঝিলিক ভৌমিক কৃষ্ণবন্দনা, ঠাট, পরণ, বোল পরণ, তৎকার, গিনতি, তেহাই পরিবেশনায় স্বচ্ছন্দ্য ছিলেন। শেষ আকর্ষণ বিশ্বনাথবাবুর পরিকল্পনায় ছাত্রদের সঙ্গে নিয়ে তালতরঙ্গ। অংশগ্রহণে ছিলেন সুমন কাঁড়ার, জয়দীপ চক্রবর্তী, তাপস রানা, অনিরুদ্র দাস, সুমন দাস, সিদ্ধেশ্বর ভৌমিক। হারমোনিয়ামে সঙ্গত করেন অমিতাভ ঘোষ। প্রথমে রূপক তাল, পরে তিনতালে ফারুক্কাবাজ ঘরানার সঠিক পদ্ধতিতে ঠেকা দিয়ে শুরু করে উঠান, পেশকার, কায়দা, গৎ, রেলা, টুকরা, চক্রদার, তেহাই ইত্যাদি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সামগ্রিক উপস্থাপনায় ছিলেন ইন্দ্রাণী কাঁড়ার।

10th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ