বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

অভিনব সাহিত্য উৎসবের আসর শহরে

সাহিত্য উৎসবের কথা অনেক শুনেছেন, কিন্তু মিষ্টি নিয়ে সাহিত্য উৎসবের কথা শুনেছেন কখনও? এবার এরকমই এক অভিনব সাহিত্য উৎসবের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ৯ ডিসেম্বর থেকে এই শহরে মিষ্টি নিয়ে বিশ্বের প্রথম সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। উদ্যোক্তা যুগলস। তিনদিন ব্যাপী এই উৎসবে সাহিত্যিকরা ছাড়া বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, খাদ্য অনুরাগী, সিনেমা ও থিয়েটার জগতের বিশিষ্টজনেরা অংশ নেবেন। এছাড়া এই উদ্যোগে শামিল হয়েছেন হলিউডের প্রখ্যাত শেফ আসমা সাইদ খান, ভারতের একমাত্র মহিলা পররাষ্ট্র সচিব নিরুপমা রাও, প্রখ্যাত কানাডিয়ান নৃতত্ত্ববিদ ও লেখক কলিন টেলর সেন, ইতিহাসবিদ পুষ্পেশ পান্থ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুণাল বসু, চিত্রশিল্পী যোগেন চৌধুরী প্রমুখ। 
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা হল। উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ, মুনমুন সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, গ্লোবাল বেঙ্গল হেরিটেজ ইউকে’র ডিরেক্টর অনির্বাণ মুখোপাধ্যায়, মধু নেওটিয়া সহ অনেকে। এই অভিনব উৎসব যাঁর মস্তিষ্কপ্রসূত সেই ইন্দো-কানাডিয়ান লাহানা ঘোষের কথায়, ‘এটি মিষ্টি নিয়ে বিশ্বের প্রথম সাহিত্য উৎসবই শুধু নয়, খাদ্য নিয়ে বিশ্বের প্রথম সাহিত্য উৎসবও। খাদ্যই হয়তো একমাত্র মাধ্যম যার মধ্যে আমরা কোনও বৈষ্যম্য সৃষ্টি করি না।  উৎসবের পরিচালক কৌন্তেয় সিনহা। 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

3rd     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ