বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

কালার্স-এর বর্ষবরণ

সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার সংসার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। হরেক বিষয় নিয়ে অসংখ্য গ্রুপ। সেই রকমই একটি ফেসবুক গ্রুপ ‘কালার্স’। সম্প্রতি বীরেন্দ্র মঞ্চে এক রঙিন সন্ধ্যা উপহার দিল কালার্স। পুরভাগে গ্রুপ অ্যাডমিন শান্তনু চক্রবর্তী। জানালেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের সিংহভাগই অপেশাদার। ফেসবুকের দেওয়াল টপকে তাঁরা জড়ো হন আপন হয়ে ওঠা মানুষগুলির বাড়ির ড্রইংরুমে, ছাদে, দালানে, উঠোনে। হইহই করে গত দু’মাস ধরে প্রস্তুত করেছেন নিজেদের। সেদিন সন্ধ্যায় প্রত্যেকে তাঁদের সেরাটা উজাড় করে দিতে কসুর করলেন না। গান, গীতি আলেখ্য, নৃত্যের মধ্যে ছিল বিষয় বৈচিত্র্য ও সেকাল-একালের মেলবন্ধন। ফলে স্বর্ণযুগের বাংলা গানের পাশাপাশি পরিবেশিত হল আজকের জনপ্রিয় গানও। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল নাটক ‘সন্ধ্যাতারা’। মনোজ মিত্র রচিত নাটকটি পরিচালনা করেছেন তিলক ভট্টাচার্য। অভিনয়ে ছিলেন জয়, নীলাঞ্জনা, পল্লব, অতীন, কুহেলি, সুমন, কেয়া, ঝুম্পা প্রমুখ। এদিনের বিশেষ অতিথি ছিলেন মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ। তিনি একটি গানও পরিবেশন করেন। গোটা অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে আলোক প্রক্ষেপণে মুন্সিয়ানার পরিচয় দেন বাবলু চৌধুরী। 
—নিজস্ব প্রতিনিধি
নিজস্ব চিত্র

6th     May,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ