বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

নাটকের আলোচনা
কর্তা গিন্নির প্রেস্টিজ ফাইট
কৈলাসে চা পান

প্রিয়ব্রত দত্ত: বেলঘরিয়া থিয়েটার অ্যাকাদেমির নতুন নাটক ‘কৈলাসে চা পান’-এর ঘটনাবস্তু খুব সামান্য। পার্বতী ও শিব মর্ত্যলোকে নিজ নিজ ভক্তগৃহে পুজো নিতে গিয়ে নৈবেদ্যর সঙ্গে নিয়ে এলেন আসক্তি। মহাদেব পান আর পার্বতী বিশুদ্ধ দার্জিলিং চা। স্যার আর ম্যাডামকে পান আর চায়ের যোগান দিতে  কালঘাম ছুটে যাচ্ছে নন্দী-ভৃঙ্গীর। শিবের এই দুই সাগরেদের যন্ত্রণা লাঘব করলেন যমরাজ পান ব্যবসায়ী পঞ্চু আর চা ব্যপারি বিরিঞ্চিকে কৈলাসে চালান দিয়ে। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে দুই ঝানু ব্যাবসায়ী বিপুল লাভের সম্ভাবনা দেখে স্বর্গলোকেই পানের বরজ আর চায়ের বাগান তৈরির পরিকল্পনা করে ফেলল। দেবীর ইচ্ছে স্বর্গের তেত্রিশ কোটি দেবদেবীকে আপ্যায়িত করবেন বাগানের চা খাইয়ে। দেবাদিদেবেরও বসনা একই। কে আগে কৃতিত্ব কব্জা করবেন, তাই নিয়েই কর্তা-গিন্নির প্রেস্টিজ ফাইট। কৈলাসে কেলেঙ্কারি সামাল দিতে প্রজাপতি ব্রহ্মাকেই শেষ পর্যন্ত আসরে নামতে হয়। দাম্পত্য কলহ মেটানোই নাটকের সাসপেন্স। 
আশাপূর্ণাদেবীর কাহিনি অবলম্বনে ‘কৈলাসে চা পান’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেনঅমিতাভ ভট্টাচার্য। গীতিকারও তিনি। স্বল্প পরিসরে সময়পোযগী নাট্যরূপ ও বিন্যাস। হাস্যরসের তিন রূপকই  নাটকের সংলাপ ও শরীরে সাজিয়ে দিয়েছেন বুদ্ধিমত্তার সঙ্গে। সিণ্ডিকেট থেকে স্বজনপোষণ। ‘কাঁচা বাদাম’এর কোরাস সঙ্গে কবি গানের কড়চা, লৌকিক ও অলৌকিক সমস্তরকম মশলা মাখা নাটকটি শুরু থেকেই জমে ওঠে। প্রযোজনাটি রঙিন হয়ে ওঠে সেট আর পোশাকের বর্ণে, নাচ (বাসুদেব পাল) ও গানের (সুরকার গৌতম চক্রবর্তী) ছন্দে, আলো (বাবলু চৌধুরি) ও আবহের (অমিত ঘোষ) কৌশলে। সেই সিম্ফনিতে যোগ্যসঙ্গত করেছেন পরিচালক নিজে। তিনি  ব্রহ্মার চরিত্রে। সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় (মহাদেব), সোমা চক্রবর্তী (দুর্গা), ত্রিলোকনাথ থান্দার (নন্দী), সুব্রত সরকার (ভৃঙ্গী)। তবে সামান্য হলেও বেসুরো লেগেছে সংলাপের সঙ্গে খুচরো যন্ত্রাণুষঙ্গ। শুরুতে দলের দশম বর্ষপূর্তি উপলক্ষে গিরিশ মঞ্চে এই আনন্দ আয়োজনের উদ্বোধন করেন পরাণ বন্দ্যোপাধ্যায়। নাটকের গান শোনান গৌতম চক্রবর্তী। ছিল ‘নাটক কেন করব’ শীর্ষক আলোচনাও। 

1st     April,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ