বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

৩৮তম নান্দীকার জাতীয় নাট্যোৎসব

কোভিড পরিস্থিতিতে এবছর নাট‍্যোৎসবের আয়োজন করা কতটা যুক্তিযুক্ত- এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে বেশ কিছুটা দোলাচলে ছিল নান্দীকার গোষ্ঠী। অবশেষে সব দোলাচল সরিয়ে অনুষ্ঠিত হল ৩৮তম নান্দীকার জাতীয় নাট‍্যোৎসব। তবে প্রথামাফিক দশ দিনের বদলে এবারের উৎসব সীমিত রইল মাত্র দু’দিনে। আর এই দু’দিনেই উপছে পড়া দর্শকবৃন্দ যেমন উৎসবের সাফল্য সুনিশ্চিত করল তেমনই উৎসবে যোগদানকারী দলগুলির মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দু’দিনের উৎসবের সূচনা হয় সীমা মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘রঙরূপ’ দলের নাটক ‘জলছবি’ দিয়ে। এই নাটকে বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনের অভিনয় দেখতে হল ভরে ওঠে। প্রায় তিন বছর পর আবার নতুন করে মঞ্চস্থ  হল এই নাটকটি। একই সঙ্গে উৎসবে চিত্রা সেনকে সংবর্ধিত করে নান্দীকার নাট‍্যগোষ্ঠী। ওইদিনই মঞ্চস্থ হয় উৎসবের দ্বিতীয় নাটক। উদ্যোক্তা গোষ্ঠীর নিজস্ব প্রযোজনায় এবং সোহিনী সেনগুপ্তের নির্দেশনায় ‘মানুষ।’ বিষয় নির্বাচনে এবং অভিনয়ের মুন্সিয়ানায় নাটকটিকে সমকালীন ভাবনা বলা চলে।
উৎসবের দ্বিতীয় তথা শেষ দিনে ছিল দুটি নাটক। জয়রাজ ভট্টাচার্য নির্দেশিত ‘তিতুমীর’ এবং সায়িক সিদ্দিকী নির্দেশিত ‘ভানু সুন্দরীর পালা।’ তবে  এই দিনের উৎসবের সব আলোটুকু প্রায় একাই কেড়ে নিল থিয়েটার ফর্মেশন পরিবর্তকের নাটক ‘তিতুমীর।’ উৎপল দত্ত রচিত ইতিহাস আশ্রিত এই নাটকটিতে তিতুমীরের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যের দক্ষ এবং ত্রুটিহীন অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা ছিল না। একেবারে নিম্নশ্রেণির মানুষদের সংগঠিত করে দেশি জমিদার ও ইংরেজ শাসনের বিরুদ্ধে তিতুমীর যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাহিনি নিয়েই এই নাটক। উপস্থাপনের ভাবনা গুণে নাটকটি ভীষণভাবে সমকালীন হয়ে ওঠে। একা শুধু অনির্বাণ নয়, হাসিনার চরিত্রে শ্রাবন্তী ভট্টাচার্যের অভিনয় এবং জয়রাজের নির্দেশনা নাটকটির সম্পদ। এছাড়া উৎসবে নান্দীকারের খুদে সদস্যদের নিয়ে মঞ্চস্থ হয় নাটক ‘সত‍্যবতী।’ এবছরের উৎসব উৎসর্গ করা হয় প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে।
—মানসী নাথ

7th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ