বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

সাবর্ণ সঙ্গীত সম্মেলন

 সম্প্রতি বেহালায় বড়িশার সাবর্ণ রায় চৌধুরীর বড়বাড়ির পূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী সাবর্ণ সঙ্গীত সম্মেলন। জাপানের কনসাল জেনারেল উটাকা নাকামুরা অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদার, সুরকার দেবজ্যোতি মিশ্র প্রমুখ। প্রথম দিনে প্রতিশ্রুতিমান কণ্ঠশিল্পী শ্রীনা রায়ের সরস্বতী স্তোত্রের পর স্বামী কৃপাকরানন্দ অনবদ্য কণ্ঠসঙ্গীতে শ্রোতাদের মাতিয়ে দেন। একে একে তিনি পরিবেশন করেন রাগ ভূপালী, কামোদ , শঙ্করা ও শেষে হংসধ্বনি। সুরেলা শিল্পী ইন্দ্রজিৎ বসু বাঁশিতে চন্দ্রকোষ ও পিলু বাজিয়ে শোনান। পরিবর্তিত সূচি অনুযায়ী সম্মেলনের দ্বিতীয় দিনে সোহিনী সিংহ মজুমদার প্রথমে হেমন্ত ও পরে খাম্বাজ রাগে ঠুমরি গেয়ে শ্রোতা ও বিদ্বজনের তারিফ আদায় করেন। গুণী সরোদ শিল্পী অনির্বাণ দাশগুপ্তের রাগ গৌরী ও পিলু সুখশ্রাব্য। সম্মেলনের সেরা প্রাপ্তি বেনারস ঘরানার কিংবদন্তি তবলিয়া কুমার বোস ও তাঁর পাঁচ কৃতী ছাত্রের সমন্বয়ে রচিত তালবাদ্যের অনুষ্ঠানটি। সম্মেলনের তৃতীয় তথা শেষ দিনের সূচনায় শিল্পী রোজি দত্ত শ্যামকল্যাণ রাগে খেয়াল ও তারানা এবং শেষে কাহারবা ঠুমরি গেয়ে শোনান। মাইহার ঘরানার সার্থক উত্তরসূরি সেতার শিল্পী পার্থ বসু প্রথমে পূরবকল্যাণ রাগে আলাপ, জোড় ও ঝালার পর কাফি রাগে গৎ বাজিয়ে শোনান। সূক্ষ্ম মীড়ের কাজ , গমক , লয়কারী এবং তবলিয়া উজ্জ্বল ভারতীর সঙ্গে তেহাইয়ের বৈচিত্র্যের আনন্দ শ্রোতারা উপভোগ করেন।পরবর্তী  তরুণ কণ্ঠশিল্পী ধীমান চৌধুরীর হংসধ্বনি ও বহুশ্রুত পিলু ভজন উপভোগ্য হয়। সম্মেলনের শেষ নিবেদনে বিশিষ্ট প্রবীণ বেহালা শিল্পীদ্বয় জ্যোতিশঙ্কর  ও দেবশঙ্কর রাগ চয়ন করেন বাগেশ্রী। তিন দিনের সম্মেলনে শিল্পীদের তবলায় যোগ্য সহযোগিতা করেন সমর সাহা, বিভাস সাংঘাই , রূপক ভট্টাচার্য, সৌমেন নন্দী, অভিষেক চট্টোপাধ্যায়, নয়নরঞ্জন প্রামাণিক, সুপ্রভাত ভট্টাচার্য এবং হারমোনিয়ামে দেবপ্রসাদ দে, প্রদীপ  পালিত ও অর্পণ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানকে একসূত্রে  বাধার কাজটি অত্যন্ত  দক্ষতার সঙ্গে পালন করেন কৌশিক সেন ও সোনালি চট্টোপাধ্যায়। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে এই সঙ্গীত সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য আয়োজকদের অবশ্যই আলাদা করে প্রশংসা প্রাপ্য।
—অমিত  চক্রবর্তী   
ছবি : অভিজিৎ সেন 

31st     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ