বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ঘুমে গানের উৎসব

আবার পাহাড়ে বসল গানের উৎসব— মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল সিজন টু। এবার এই সঙ্গীতের আসর বসেছিল দাওয়াইপানির হিল ক্যাসেল হোম স্টের অঙ্গনে। পিছনে সাক্ষী ছিল কাঞ্চনজঙ্ঘা। আসর বসেছিল গ্লিনারিসেও। কলকাতার শিল্পীদের পাশাপাশি পাহাড়ের শিল্পীরাও গলা মেলালেন, গিটারে সুর তুললেন। দাওয়াইপানির অপরূপ পাহাড়ের কোলে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পালায় পরতে পরতে সুরের ছোঁয়া। নেপালি গান, যন্ত্রসঙ্গীত, রেট্রো মিউজিক থেকে বাংলা ব্যান্ডের গান সব মিলিয়ে এবারের গানের উদযাপন ছিল বেশ চমকে ভরা। বেহালায় বেজে ওঠে রূপম ইসলামের গানের সুর, সেতারে এ আর রহমানের সুর। গানে গানে ছিলেন কিশোরকুমার। অবশ্যই হাল আমলের গানও ছিল।
নেপালের ট্র্যাডিশনাল মিউজিশিয়ানদের বাজানো সারেঙ্গির সঙ্গে যোগ হল উকুলেলে, গিটার, কাহন। ভারতীয় রেলকে জানানো হল বিশেষ সম্মান। ঘুম স্টেশনে টয় ট্রেনের সামনে এমন গানগুলি গাওয়া হল, যা একসময় ট্রেনেই শ্যুট হয়েছিল। শিল্পীদের মধ্যে ছিলেন অরিত্র মুখোপাধ্যায়, ঋক বিশ্বাস, নীলাঞ্জন সাহা, ঋতবান ঘোষ ও সুদীপ্ত চন্দ। সেতারে শুভম ঘোষ, বেহালায় সৌরজ্যোতি চট্টোপাধ্যায়।

17th     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ