বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

কল্পনির্ঝর চলচ্চিত্র উৎসব

শুরু হল ১৯তম কল্পনির্ঝর আন্তর্জাতিক শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্যোক্তা কল্পনির্ঝর ফাউন্ডেশন ও গেটে ইনস্টিটিউট ম্যাক্সমুলার ভবন। আইসিসিআির-এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির কনসাল জেনারেল মানস্রেট আউটস্ট্রার, গেটে ইনস্টিটিউট ম্যাক্সমুলার ভবনের ডিরেক্টর আস্ট্রিট ভেগার, কল্পনির্ঝর ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ, বিধায়ক লাভলি মৈত্র প্রমুখ। স্বাগত ভাষণ দেন উৎসব ডিরেক্টর রাজু রমন। গৌতম ঘোষ বলেন, ‘সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে যে উৎসব হচ্ছে সেটাই আনন্দের।’ উৎসবের উদ্বোধন হয় তেরো সেকেন্ডের সুইডিশ ছবি ‘মিস ইউ টু ড্যাডি’ দিয়ে। এবার ২২টি দেশের প্রায় ৮০টি ছবি দেখানো হবে উৎসবে। প্রতিযোগিতা বিভাগে রয়েছে ভারতের দশটি ছবি। এছাড়াও ‘নিউ জেনারেশন শর্ট টাইগার ২০২১’ বিভাগে দেখানো হবে জার্মানির নব্য প্রজন্মের তৈরি ১১টি শর্ট ফিল্ম। আগামিকাল শনিবার উৎসবের শেষ সন্ধ্যায় ঘোষিত হবে ফলাফল। তারপর দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রয়াত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্তের তৈরি একটি শর্ট ফিল্ম। এবারের বিচারকরা হলেন অঞ্জন বসু, সৌরভ ষড়ঙ্গী ও সাবর্ণী দাস। 
—প্রিয়ব্রত দত্ত      

10th     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ