বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ভার্চুয়াল সঙ্গীতানুষ্ঠান

সম্প্রতি  নবরত্ন  সংস্থার  উদ্যোগে  সেনিয়া মাইহার ঘরানার সার্থক উত্তরসূরি সেতার শিল্পী  পণ্ডিত দীপক চৌধুরীর ৭৫তম জন্মবার্ষিকী ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। ৮ দিন ব্যাপী  এই সম্মেলনের  প্রথম দিনটি নির্দিষ্ট ছিল দীপকের সঙ্গে  জড়িত প্রথিতযশা শিল্পীদের স্মৃতিচারণ। প্রবাদপ্রতিম তবলিয়া পণ্ডিত স্বপন চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কুমার বসু , বিক্রম ঘোষ, তন্ময় বসু,অরূপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সেতারশিল্পী  শুভেন্দ্র রাও ও সর্বোপরি গুরুমা সুকন্যা শঙ্করের কথোপকথনের মাধ্যমে সেদিনের  সন্ধ্যা  উপভোগ্য হয়ে ওঠে। পরবর্তী ৭ দিনও ছিল নানা আকর্ষণীয় অনুষ্ঠান। প্রথম দিনে তরুণ শিল্পী অভিষেক অধিকারী গারা  রাগে আলাপ, জোড় ও তিনতাল গৎ বাজিয়ে শোনান। গৌরব মজুমদার তৃতীয় দিন মাতিয়ে দেন তিনতাল ইমনের পরিবেশনে। পঞ্চম  দিন সেতারবাদক সন্দীপ নিয়োগী অপরাহ্ণের রেশ ধরে প্রথমে পটদীপ রাগে আলাপ, জোড়ের পর  ঝাঁপতাল গৎ ও পরে  চারুকেশী রাগে  তিনতাল  গৎ বাজিয়ে  শোনান। প্রবীণ শিষ্য তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথমে  আভোগী রাগে আলাপ, জোড় ও ঝালা  বাজিয়ে শোনান, যেখানে মধ্যমের সার্থক প্রয়োগ উল্লেখ্য। বিশিষ্ট তবলিয়া অরূপ চট্টোপাধ্যায়ের অসামান্য সঙ্গত অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। সঙ্গীত সম্মেলনের শেষ দিনটি নির্ধারিত ছিল শুভেন্দ্র রাওয়ের সেতারবাদনের জন্য। পরিণত শিল্পী শুদ্ধ কল্যাণ রাগে আলাপ, জোড়ের  পর তিনতাল গৎ পরিবেশন করেন। শেষ নিবেদনে শিল্পী  খাম্বাজ বাজিয়ে এই সঙ্গীত সম্মেলনের পরিসমাপ্তি করেন। 
—অমিত চক্রবর্তী

10th     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ