বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

সত্যজিৎকে শ্রদ্ধা

সত্যজিৎ রায়ের বহুবিধ প্রতিভার অসংখ্য অজানা দিক উন্মোচিত হল কিংবদন্তি মানুষটির জন্মশতবর্ষ উপলক্ষে সাহিত্য অকাদেমি আয়োজিত এক মনোজ্ঞ আলোচনা সভায়। সাহিত্য অকাদেমির নিজস্ব সভাঘরে দু’দিন ব্যাপী সেমিনারে অংশ নিলেন সত্যজিৎ গবেষক ও অনুরাগীরা। সেমিনারের সূচনা করেন বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ। উদ্বোধনী ভাষণে গৌতম বলেন, ‘সত্যজিতের বিজ্ঞানমনস্কতা ও শিল্পবোধের অনন্য পরিচয় পাওয়া যায় সন্দেশ পত্রিকার পাতা ওল্টালেই।’ অধ্যাপক চিন্ময় গুহ সত্যজিতের সিনেমায় মানবিক সত্তার একাধিক উদাহরণ তুলে ধরে বলেন, ‘তিনি প্রচুর পড়াশোনা করতেন। মানুষের সঙ্গে মিশতেন। তাদের অন্তরের অন্তঃস্থলের অনুভূতিগুলোকে আত্মস্থ করে নিতেন। পরে সেগুলি তিনি তাঁর সিনেমায় তুলে ধরতেন।’ প্রথম দিন স্বাগত ভাষণ দেন সাহিত্য অকাদেমির সম্পাদক কে শ্রীনিবাসরাও। সেমিনারের সূচনা করেন সাহিত্য অকাদেমির বাংলা অ্যাডভাইজরি বোর্ডের আহ্বায়ক সুবোধ সরকার। অভিজিৎ গুপ্ত সত্যজিতের অনুবাদ কর্মের দিকটি তুলে ধরেন। শিশুদের সত্যজিৎ নিয়ে বলেন অনিন্দ্য সেনগুপ্ত। সেমিনারের শেষ বক্তা ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। তিনি সত্যজিতের সিনেমা শৈলী নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। দেখানো হয় বি ডি গর্গ পরিচালিত ‘ক্রিয়েটিভ আর্টিস্ট অব ইণ্ডিয়া: সত্যজিৎ রায়’, বিপ্লব রাই পরিচালিত ‘আ ট্রিবিউট টু সত্যজিৎ রায়’ ও শ্যাম বেনেগাল পরিচালিত ‘সত্যজিৎ রায়’।
—প্রিয়ব্রত দত্ত                                                        
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

3rd     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ