বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

বোন ফোঁটা

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা...’ ভ্রাতৃদ্বিতীয়ার এই চিরাচরিত শ্লোক বাঙালি মাত্রেই জানেন। প্রত্যেক বছর ভাইফোঁটায় এই শ্লোক আউড়েই বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। কিন্তু এর উল্টোটা কি আমরা কখনও ভেবেছি! অর্থাৎ ভাইয়েরা যদি বোনেদের দীর্ঘায়ু কামনায় বোন ফোঁটা দিত? পুরুষতান্ত্রিক সমাজের এই একতরফা রীতি ভাঙতে বদ্ধপরিকর সৃষ্টি ডান্স অ্যাকাডেমির কর্ণধার ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। তাই  বোন ফোঁটার আয়োজন করেছিলেন।
গতবছর কোভিড পরিস্থিতিতে প্রথমবার বোন ফোঁটার আয়োজন করেছিলেন ইন্দ্রাণী। এ বছর তা দ্বিতীয় বর্ষে পা দিল। এমন ফোঁটার ভাবনাই বা ক’জন ভাবেন! প্রায় তিরিশ জন বোনকে ফোঁটা দেওয়া হল অনুষ্ঠানে। বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় এই বোন ফোঁটার আসর বসেছিল। সেখানেই অনুষ্ঠানের মূল হোতা ইন্দ্রাণী বললেন, ‘ভাই ফোঁটার যদি নির্দিষ্ট একটা দিন থাকতে পারে, তাহলে বোন ফোঁটার নয় কেন? সেই ভাবনা থেকেই এই উৎসবের সূচনা।’ অনুষ্ঠানে লিলি চক্রবর্তী, জোজো, মৌবনী সরকার, সায়ন্তনী গুহঠাকুরতা, পায়েল মুখোপাধ্যায় সহ একাধিক টলি সেলেব বোন ফোঁটা নিলেন। অসুস্থতা ও আউটডোর শ্যুটিংয়ের ঝক্কি সামলে ফোঁটা নিতে এসে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বললেন, ‘ইন্দ্রাণী যে ভাবে নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয়, সেটা আমার ভালো লাগে। ওর এই ভাবনাটায় বেশ নতুনত্ব রয়েছে।’ অনুষ্ঠানের জন্য একটি থিম মিউজিক তৈরি করেছেন পণ্ডিত মল্লার ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র।
—মানসী নাথ

3rd     December,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ