বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

শতবর্ষ পেরিয়ে

খাতায় কলমে হিসেব করলে হয়তো একশো বছর আগে গোড়াপত্তন হয়েছিল বিশ্বভারতীর। কিন্তু এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ভাবনা শুরু হয়েছিল আরও আগে থেকে। ব্রহ্মচর্যাশ্রমের পরে ধীরে ধীরে এ ভাবনা লালিত হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মনে। যেখানে এক ছাতার তলায় থাকবে বিদ্যার সমস্ত উপকরণ। এই অনুসন্ধানের যাত্রাপথই ‘আমাদের শান্তিনিকেতন’ তথ্যচিত্রটির মূল সুর। বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের প্রযোজনায় তৈরি হচ্ছে এই তথ্যচিত্রটি। মূল ভাবনা ও নির্মাণে শৌণক চট্টোপাধ্যায় ও সাম্য কার্ফা। ভিডিও পরিচালনায় অপ্রতিম দে। তথ্যচিত্রটি দেখা যাবে সংস্কৃতি মন্ত্রকের ইউটিউব চ্যানেলে।
রবীন্দ্রনাথ চেয়েছিলেন এখানে প্রাণের আনন্দে হইহই করে বেড়ে উঠবে এক শিশু। তিনি শুরু করেছিলেন বৃক্ষরোপণ, হলকর্ষণ উৎসব। এত বছর পর আমরা দেখতে পাই এখন স্কুল-কলেজের পাঠক্রমে এসেছে পরিবেশ বিদ্যা। অথচ, রবি ঠাকুরের শিক্ষাচিন্তা অত বছর আগেও ছিল কত আধুনিক। তথ্যচিত্রের এই অসুন্ধানের পথে দেখা হয়ে যায় প্রমিতা মল্লিক, মোহন সিং, সাহানা বাজপেয়ি, বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়, ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর সহ আরও অনেকের সঙ্গে। শ্যুটিং হবে এ মাসের শেষে। 

13th     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ