বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

সত্যজিৎ-সৌমিত্র স্মরণে
শহরে অনুষ্ঠান 

সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী এবং সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে কলকাতার আই .সি.সি.আর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হয়ে গেল এক সঙ্গীত সন্ধ্যা ‘দেখোরে নয়ন মেলে’। অনুষ্ঠানের আয়োজনে কৌশিক ইভেন্টস ও শ্যাম সরকার।
নানা গানে,যন্ত্র সঙ্গীতে,কবিতা পাঠে এই দুই কিংবদন্তিকে স্মরণ করলেন এই শহরের বেশ কিছু বিশিষ্ট শিল্পী। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল আর.জে রাজার পাঠে রবীন্দ্রনাথের ‘হঠাৎ দেখা’, অরিিজৎ চক্রবর্তীর কণ্ঠে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’, শৈরিন্ধ্রী দাশগুপ্তর কণ্ঠে ‘ঘরে বাইরে ছবির বিধির বাঁধন কাটবে তুমি’, সুজয় ভৌমিকের কণ্ঠে ‘এক যে ছিল রাজা’, গৌরব সরকারের নিবেদনে ‘শাওন রাতে যদি’, অরিত্র দাশগুপ্তের কণ্ঠে ‘হাজার টাকার ঝারবাতিটা’, ম্যান্ডোলিনে ‘হয়তো তোমারি জন্য’ পরিবেশন করেন শুভম কাঞ্জিলাল। প্রিয়া ভট্টাচার্যের কণ্ঠে ‘এই শহর থেকে আরো অনেক দূরে’, সোমদত্তা ব্যানার্জির কণ্ঠে ‘ও যে মানে না মানা’, দেবায়ণ মজুমদারের এস্রাজ বাদনে ‘তুমি রবে নীরবে’, সৌভিক মুখোপাধ্যায়ের সেতারে সত্যজিৎ কৃত সুরের কোলাজ বিশেষ ভাবে উল্যেখযোগ্য।
করোনার আবহে গত বছর কোনও অনুষ্ঠানই করা সম্ভব হয়নি। তাই এই বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিশেষ ভাবে নজর কাড়ল। 

21st     May,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ