বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

বৈশাখী আড্ডা

একসঙ্গে গাওয়া বৈশাখের গান নিয়ে আড্ডায় মাতলেন শোভন, অমিত, ঈক্সিতা, ঈশান, মেখলারা। শেষ চৈত্রের পড়ন্ত বিকেলে দক্ষিণ কলকাতার একটি কফিশপে। বৈশাখ বরণ করে নেয় সম্ভাবনা আর সংকল্পকে। সেই বৈচিত্র্যে ভরা বৈশাখ নিয়েই একটি গান ‘এসো বৈশাখ এসো’ প্রকাশিত হল আশা অডিও থেকে। অপেক্ষা লাহিড়ীর তত্ত্বাবধানে। ২০১৯ সালে আশা অডিও থেকে প্রকাশিত হয়েছিল ‘অচেনা বৈশাখ’। ‘এসো বৈশাখ এসো’ সেই গানটিরই দ্বিতীয় পর্ব বলা যেতে পারে। এবারের গীতিকার শোভন গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ‘হাফ সিরিয়াস’, ‘আরশিনগর’, ‘মুখার্জিদার বউ’, ‘তুমি আসবে বলে’ সহ বেশ কয়েকটি ছবিতে আমরা শোভনের প্লেব্যাক শুনেছি। গণনাট্য সংঘের ‘দিশায়ণ’ শাখার সক্রিয় সদস্য স্বপন ও লিপিকা গঙ্গোপাধ্যায়ের পুত্র তথা পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য শিষ্য শোভন অবশ্য নিজের লেখা গান গাইতেই বেশি পছন্দ করেন। ‘এসো বৈশাখ এসো’-তে তাই বন্ধুদের সঙ্গে গলাও মিলিয়েছেন তিনি। গানটির সুরকার অমিত চট্টোপাধ্যায় ও ঈশান মিত্র। দেবজ্যোতি মিশ্র, তন্ময় বসু, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মূলত সাউণ্ড ইঞ্জিনিয়ার অমিত এখন সুর বাঁধছেন স্বাধীনভাবে। পাশে পেয়েছেন বন্ধু ঈশান মিত্রকে। দেব প্রযোজিত ‘কবীর’-এর দুটো গান গাওয়ার পর ঈশানের বড় ব্রেক ‘পরী’তে অনুপম রায়ের সুরে প্লেব্যাক। ততদিনে অমিতের সঙ্গে জোট বেঁধে তৈরি করছেন গান, জিঙ্গল। অমিত-ঈশানই ‘এসো বৈশাখ এসো’-তে সুরসঞ্চার করেছে। বালুরঘাটের মেয়ে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির ছাত্রী মেখলা দাশগুপ্ত মানুষের মন জয় করে নেন রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এ গান গেয়ে। প্রথম ব্রেক ওই সময়েই। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে প্লেব্যাক করেন ‘দেখ কেমন লাগে’তে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি মেখলাকে। বাংলা সিরিয়ালের নিয়মিত নেপথ্য সঙ্গীতশিল্পী মেখলার গাওয়া মুক্তি আসন্ন ‘হৃদপিণ্ড’ ছবিতে ‘মন কেমনের জন্মদিন’ ইতিমধ্যেই জনপ্রিয়। নৈহাটির কন্যা ঈক্সিতা মুখোপাধ্যায় ছোটবেলায় পয়লা বৈশাখ উদযাপন করতেন পরিবারের সদস্যদের সঙ্গে রবীন্দ্র-অনুষঙ্গে। প্রখ্যাত শিল্পী ইলা চক্রবর্তী ঈক্সিতার মাতামহী। মা তনুশ্রী মুখোপাধ্যায়ও স্বনামধন্য শিল্পী। ‘সমান্তরাল’, ‘কিশোরকুমার জুনিয়র’, ‘ড্রাকুলা স্যার’-এ ইক্সিতার গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করেছে। ‘এসো বৈশাখ এসো’ ইক্সিতা-মেখলাদের কাছে নিজেদের গান। তাই স্বতঃস্ফূর্ততারও অভাব নেই। এছাড়াও আছেন দুর্নিবার। নতুন প্রজন্মের একঝাঁক প্রতিভাবান শিল্পীর সম্মেলক গান ‘এসো বৈশাখ এসো’ শুনতে ও দেখতে পাওয়া যাচ্ছে আশা অডিওর ইউটিউব চ্যানেল সহ সমস্ত অডিও প্ল্যাটফর্মে।
—প্রিয়ব্রত দত্ত               

16th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ