বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

উদ্‌ঘাটন সাংস্কৃতিক উৎসব

বিশ্বসেবাশ্রম সঙ্ঘ বহুমুখী সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। সম্প্রতি, ভারতের সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বিশ্বসেবাশ্রম সঙ্ঘের নাম উঠে এসেছে। আশ্রমের প্রতিষ্ঠাতা সমীর ব্রহ্মচারী প্রতি বছরের মতো এবারও আশ্রম প্রাঙ্গণে উদ্‌ঘাটন সংস্কৃতিক উৎসবের আয়োজন করেন। এ বছর গণ্যমান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গাপ্রসাদ চৌরাসিয়া। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বটি সুসজ্জিত ছিল ভারতীয় মার্গসঙ্গীত ও ধ্রুপদী নৃত্যের নানা আঙ্গিকে। বাঁশির সুরে সাংস্কৃতিক পর্বের সূচনা করেন সুবীর রায়। শিল্পীর নিবেদনে ছিল ‘গায়ত্রী মন্ত্র’, ‘রঘুপতি রাঘব’, ‘ওম জয় জগদীশ’, ‘ভজ গৌরাঙ্গ’। শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনায় ছিলেন সুজিতকুমার বসু। তিনি দেশ রাগে পরিবেশনা করলেন ধ্রুপদ ও ধামার। পরিশেষে তার উপস্থাপনা ‘দুর্গাবন্দনা’ রাগ ‘দুর্গা’তে নিবদ্ধ। শিল্পীর শাস্ত্রীয় সঙ্গীতের গায়কী নৈপুণ্য শ্রোতাদের তৃপ্তি দেয়। পরবর্তী নিবেদন ছিল আন্তর্জাতিক অ্যাকাডেমি থেকে পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সুদীপকুমার ঘোষের নৃত্য। মণিপুরী নৃত্যের আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত ‘মায়াবনবিহারিণী হরিণী’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। সর্বশেষ নিবেদন ছিল নৃত্যসংস্থা ‘উদক পারফর্মিং আর্টস গ্রুপ’-এর। উদকের নিবেদনে ছিল বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, ‘শঙ্কর শ্রীগিরি’, ‘গণেশ কীর্তনম’, ‘জয় জয় দুর্গা’, ‘আনন্দ তাণ্ডব’ ইত্যাদি। নৃত্যশিল্পীদের সুশোভন নৃত্যশৈলী দর্শকদের শাস্ত্রীয় নৃত্যরস উপভোগের বাসনায় পূর্ণতা আনে। সমগ্র অনুষ্ঠানকে রুচিশীল কথনের সুন্দর বুননে বাঁধেন শম্পা বটব্যাল। 
                                                                                                                            দেবলীনা সমাজপতি 

2nd     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ