বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ভিন্ন ঘরানার ছবির নতুন দিশারি 

মহামারী পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে একশো ভাগ দর্শক প্রবেশের অনুমতি মিলেছে সরকারি তরফে। অথচ সেই দর্শকদের হলে টানাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর সেই ছবি যদি আর্ট হাউস সিনেমা হয়, তাহলে তো দর্শক পাওয়ার আশাই নেই। এমনটাই মনে করেছিলেন আর্ট হাউস এশিয়া চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজক শপথ দাস। কিন্তু তাঁর ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে পঞ্চম আর্ট হাউস এশিয়া চলচ্চিত্র উৎসব সাফল্যের নজির গড়ল। আট দিনের উৎসবে প্রায় প্রত্যেকদিনই বসুশ্রী সিনেমায় দর্শক ভিড় জমিয়েছিলেন। উৎসবের অন্যতম সেরা পাওনা হয়ে রইল অরুণ কার্তিক পরিচালিত ‘নাসির’ এবং ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ ছবি দু’টি। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ১০টি বিদেশি ছবিকে হারিয়ে নাসির জিতে নিল সেরা ছবির গোল্ডেন উড সম্মান। ইন্দ্রনীলের ‘মায়ার জঞ্জাল’ দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা বিভাগে সিলভার উড শিরোপা পেল।
এই চলচ্চিত্র উৎসবের অন্যতম সেরা আকর্ষণ ছিল মাস্টারক্লাস বিভাগ। অংশ নিয়েছিলেন বর্ষীয়ান দুই পরিচালক তরুণ মজুমদার ও বুদ্ধদেব দাশগুপ্ত । তাঁদের ছবির তৈরির গল্প উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছিল। উৎসবের প্রশংসা করে তরুণ মজুমদার বলেন, কোন ধরনের ছবিকে এই আর্ট হাউস ঘরানায় স্থান দেওয়া হবে সেই পরিসরটা আরও একটু বাড়ানো দরকার। স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যের ছবির শেষে পরিচালকদের সঙ্গে দর্শকদের কথোপকথনের সুযোগ ছিল বাড়তি পাওনা। এছাড়া বেশ কয়েকটি আলোচনা উৎসবের প্রাসঙ্গিকতা বহুগুণ বাড়িয়ে দেয়। এরমধ্যে অন্যতম ‘অভিনয় রক্তে থাকে না শিখতে হয়’ শীর্ষক আলোচনা। অংশ নেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অতনু ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও দামিনী বেণী বসু। অভিনয় রক্তে থাকলেও তার যে নিয়মিত চর্চা প্রয়োজন সেকথাই উঠে আসে প্রত্যেকের বক্তব্যে। এই সভায় শিক্ষার্থী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন দিন উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সায়নী ঘোষ প্রমুখ।
—মানসী নাথ 

26th     March,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ