বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
নানারকম
 

ঘরে বসেই সিনেমাভোজ
 

সদ্য শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই আবহের রেশ কাটতে না কাটতেই এবার ঘরে বসেই আরও একটি চলচ্চিত্র উৎসব উপভোগ করলেন সিনেপ্রেমীরা, কলকাতারই কয়েকজন সিনে-সন্ধানীর উদ্যোগে তৈরি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে। ওয়েব পোর্টালটির নাম ইভেন্টাইজার। প্রতিযোগিতামূলক ‘আন্তর্জাতিক কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবির সংখ্যা ছিল ১০৭। পিএসএ, শর্টফিল্ম ও তথ্যচিত্র এই তিন বিভাগে প্রদর্শিত ছবিগুলি থেকেই ন’টি পুরস্কার ঘোষণা করা হল। সাত দিনের এই উৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল ভারতীয় ছবি ‘পি’। সেরা পরিচালকের পুরস্কার পেলেন আলিরেজা তেইমোরি তাঁর ‘মোস্তাফা’ ছবির জন্য। সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হলেন যথাক্রমে জীবন গুহ ও মধুরিমা ঘোষ ‘দুগ্গি’ তে নজরকাড়া অভিনয়ের জন্য। উৎসবের উদ্বোধনী ছবি ফ্রান্সের ‘পিপো অ্যান্ড ব্লাইন্ড লাভ’ পেল সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার। সেরা ভারতীয় ছবি নির্বাচিত হল ‘মুলাকাত’। সেরা তথ্যচিত্র ‘থ্রু দ্য আইজ অফ অ্যান আর্টিস্ট’।
সম্প্রতি সুকান্ত মঞ্চে এক ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের অভিনন্দিত করা হয়। হাজির ছিলেন তিন মূল উদ্যোক্তা উৎসব চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মানস বন্দ্যোপাধ্যায় (ফেস্টিভ্যাল এগজিকিউটিভ) ও শাশ্বতী গুহ চক্রবর্তী (ফেস্টিভ্যাল ডিরেক্টর)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক শতরূপা সান্যাল। এছাড়াও ছিলেন নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, পরিচালক অনিন্দ্যবিকাশ দত্ত প্রমুখ। উৎসবের থিম মিউজিক তৈরি করেছিলেন পণ্ডিত মল্লার ঘোষ। সমাপ্তি অনুষ্ঠানে তবলা বাজিয়েও শোনান তিনি।

5th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ