বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

ক্যাটরিনার ছবির ভাগ্য দোলাচলে

ক্যাটরিনা কইফ ও বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ছবির ভাগ্য দোলাচলে। চলতি বছর মুক্তি পাচ্ছে না ছবিটি। বলি পাড়ায় একাধিকবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা বলেছেন প্রযোজক-পরিচালকরা। একই সময় একাধিক ছবি যাতে মুক্তি না পায়, সেই বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে। তবে বাস্তবের মাটিতে সেসবকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। ডিসেম্বরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা দু’টি বলিউড ছবির। ‘অ্যানিমাল’ ও ‘শ্যাম বাহাদুর’— দু’টি ছবি নিয়েই দর্শকদের উন্মাদনা রয়েছে। তার এক সপ্তাহ পরেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘মেরি ক্রিসমাস’-এর। তবে রণবীর কাপুর ও ভিকি কৌশলের ছবির লড়াইয়ের মাঝে ‘মেরি ক্রিসমাস’ ঢুকে পড়লে আখেরে ক্ষতিই হতো বলে ধারণা নির্মাতাদের। তাই ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে। এক্ষেত্রে অন্য সমীকরণও রয়েছে বলে অনুমান দর্শকদের একাংশের। বক্স অফিসের লড়াইয়ে ভিকির মুখোমুখি নামতে নারাজ স্ত্রী ক্যাটরিনা। তাই হয়তো ছবির মুক্তি পিছনোর বিষয়ে মত রয়েছে তাঁরও। এর আগে ডিসেম্বরের শেষে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। পরে এগিয়ে আনা হয় মুক্তি। এখন সেটিও পিছচ্ছে। জানা গিয়েছে, ডিসেম্বরের পরিবর্তে আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। যদিও তখনও ‘ডাঙ্কি’ ও ‘সালার’-এর মতো দু’টি বিগ বাজেটের ছবি থাকবে বাজারে। এই ছবির ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার অপেক্ষা।

17th     November,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ