বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

টেলিভিশন ছাড়া 
পয়সা নেই

টেলিভিশন, সিনেমা, ওয়েব সিরিজ- সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। প্রশংসিত তাঁর অভিনয়। কিন্তু এখনও স্ট্রাগল শেষ হয়নি। এমনটাই মনে করেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। হইচই প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘রাজনীতি’। সেখানে কনীনিকার কাজ সর্বস্তরে প্রশংসিত। ‘আমাকে যে কেউ এভাবে কাস্ট করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। একজন শিল্পীর ভালো কাজের খিদে থাকেই। যখনই ভালো কাজ হয়েছে ওঁরা আমার কথা মনে রেখেছেন। আমি কৃতজ্ঞ’, একমাত্র কন্যা কিয়াকে ঘুম পাড়াতে পাড়াতে বললেন কনীনিকা।
একটা ভালো কাজ, আর একটা ভালো কাজের পথ প্রস্তুত করে। অন্তত সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইন্ডাস্ট্রি অত সরলরেখায় চলে না বলেই উপলব্ধি কনীনিকার। স্পষ্ট বললেন, ‘২৩ বছরের জার্নিতে আমি উপলব্ধি করেছি সব কিছু সবার জন্য নয়। বাস্তবটা মেনে নেওয়াই ভালো। আসলে কাজ পাওয়া অনেক কিছুর উপর নির্ভরশীল। যতই ট্যালেন্ট থাকুক। সবথেকে বেশি ভাগ্যের উপর নির্ভর করতে হয়। সকলে বলছেন আমি ভালো কাজ করেছি। তার জন্য কি আমার কাছে অনেক কাজ আসছে? তা তো নয়।’ 
জীবনের বেশ কিছুটা পথ পেরিয়ে এসে অভিজ্ঞতার ঝুলি ভরেছে অভিনেত্রীর। যে কোনও পরিস্থিতিতে আশা হারাতে নারাজ তিনি। কিয়া ঘুমিয়ে পড়তেই একটু নিশ্চিন্তে কথা বলতে শুরু করলেন। ‘আশা ছাড়া আর তো কিছু নেই। আমি বিশ্বাস করি, অভিনেতার বয়স হয় না। আমৃত্যু আমি অভিনেতাই থাকব। কবে ভাগ্যের চাকা ঘুরবে কেউ জানে না।’ 
‘হইচই’-এর আরও একটি সিরিজের শ্যুটিং শেষ করেছেন কনীনিকা। শেষ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ, ঐন্দ্রিলার সঙ্গে ‘সাজঘর’ ছবির কাজও। টেলিভিশনে সফল কনীনিকা। কিন্তু এখনই সেই মাধ্যমে ফের ফিরতে নারাজ। তাঁর কথায়, ‘টেলিভিশনের কাছে আমি কৃতজ্ঞ। প্রচুর ভালোবাসা পেয়েছি। টেলিভিশন ছাড়া অন্য কিছুতে তো পয়সা নেই। রোজগার করতে হলে টেলিভিশনেই কাজ করা উচিত। অভিনেতারা টেলিভিশন করেন রোজগার করার জন্যই। আপাতত মেয়েকে সময় দেওয়ার জন্যই টেলিভিশন করব না।’
এক সময় মুম্বইতে টানা চার, পাঁচ বছর থেকে বিভিন্ন কাজের জন্য অডিশন দিয়েছিলেন কনীনিকা। কিন্তু ভাগ্য সদয় হয়নি। তার জন্য আফসোস হয়? হেসে বললেন, ‘কোনও আফসোস নেই। কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাকে মুম্বই স্ট্রাগল শিখিয়েছে। নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। এখন জীবনের লক্ষ্য বদলে গিয়েছে। যদি ভবিষ্যতে কখনও সুযোগ হয়, নিশ্চয়ই করব।’  
ভালো পারফর্ম করলেও কাজের জন্য অপেক্ষা করতেই হয়। এই বাস্তব মেনে নিয়ে কনীনিকা বললেন, ‘আমাকে কাজ দেওয়া হয় কারণ আমার একটা বাণিজ্যিক মূল্য রয়েছে। আর কাজটাও ভালো করি। এই মূল্যটা এসেছে সাধারণ মানুষের থেকে।’ মাতৃত্ব অভিনেত্রীকে কতটা বদলেছে? বললেন, ‘আসলে জীবনের অভিজ্ঞতা আমাকে পরিণত করেছে। এই অভিজ্ঞতার কাছে মাতৃত্ব এসেছে বলে আমি কৃতজ্ঞ। আমি ভালো অভিনেত্রী, এই আত্মবিশ্বাস আমার রয়েছে। কিন্তু এটাও জানি, চাইলেই ১০টা কাজ আমার কাছে আসবে না। আমাকে ভাবতে হয়, পরের মাসটা কীভাবে চলবে। কারণ এখান থেকে আমার রোজগার হয়। আমি খুব সোজাসাপ্টা কথা বলি বলে এটা বললাম। আমি তো ধারাবাহিক করি না। আমার মাসমাইনে নেই। মাসের শেষে কীভাবে চলবে এটা আমাকে ভাবতে হয়। এই স্ট্রেস, জীবিকা, প্যাশন, এসবের মধ্যে আশীর্বাদ মাতৃত্ব। মাতৃত্ব আমাকে ব্যালেন্স করতে শিখিয়েছে।’
স্বরলিপি ভট্টাচার্য

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ