বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

কমার্শিয়াল ছবি ফিরে আসা 
উচিত

জেন্টলমেন
মোনা। একজন মিউজিশিয়ান। তিনজন মধ্যবয়স্ক পুরুষের জীবনে হঠাৎই সে এসে পড়ে ঝড়ের মতো। তারপর? সেটা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে ওয়েব প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এ। সেখানে কোরক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ ‘জেন্টলমেন’-এ ‘মোনা’ ওরফে অভিনেত্রী মধুরিমা বসাক রয়েছেন। ‘জেন্টলমেন’দের মধ্যে একমাত্র ‘উওম্যান’ হয়ে কেমন সামলালেন? মধুরিমার জবাব, ‘এখানে সকলের জীবনেই মহিলা আছে। কিন্তু ওদের মিড লাইফ ক্রাইসিসে আমি এসেছি। তিনজনেরই কোনও না কোনও ভাবে মিউজিকে আগ্রহ আছে। তিনজনই মেয়েটির প্রেমে পড়ে। খুব প্রেশারে শ্যুটিং হয়েছিল।’ 

ইন্ডাস্ট্রির ক্রাইসিস
কম সময়ে শ্যুটিংই এখন যেন ইন্ডাস্ট্রির নিয়ম। এর কারণ কী? কেরিয়ারের ১১ বছরের অভিজ্ঞতা থেকে মধুরিমা বললেন, ‘শ্যুটিংয়ের দিন এখন বেঁধে দেওয়া হচ্ছে। পরিচালকের উপর চাপ থাকে। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘প্রজাপতি’, ‘বল্লভপুর’ ছাড়া খুব হিট ছবি কোথায়? মানুষের মনে দাগ কাটছে না। সেটার প্রভাব পড়ছে।’ এর থেকে বেরনোর উপায় সকলেই খুঁজছেন। সেই পথে অভিনেত্রীর সংযোজন, ‘আবার কমার্শিয়াল ছবি ফিরে আসা উচিত।’ 
এই উপলব্ধির কথা নির্মাতাদের সঙ্গে তেমন ভাবে আলোচনা করেননি মধুরিমা। তাঁর বিশ্বাস, ‘আমার মনে হয় এটা ওরাও বুঝতে পারে। সত্যি বলতে আমাকে যদি বলা হয়, এই মুহূর্তে বাংলার হিরোইন কে? আমি তো মিমি, নুসরত, শুভশ্রীদি, পায়েলদি, শ্রাবন্তীদির পরে আর নাম খুঁজে পাই না। অভিনেত্রী আর হিরোইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে।’ আপনি নিজে কোন পথে হাঁটতে চেয়েছিলেন? ‘আমি অভিনেত্রীই হতে চেয়েছি। সেজন্য কোনওদিন চরিত্র নিয়ে বাছ-বিচার করিনি। যেমন ‘এক্স ইকুয়াল টু প্রেম’-এ হয়তো ছ’সাতটা সিন ছিল। কিন্তু সিনগুলো পড়ে আমার মনে হয়নি আমার এখানে জায়গা কম। সিনগুলো সেই প্রজেক্টের উপর প্রভাব ফেলতে পারে কি না, সেটা দেখি।’
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবিতে মধুরিমার কাজ ভালো লেগেছিল দর্শকের। কিন্তু আর হাতে ছবি নেই কেন? জানালেন, ছবির অফার এলেও তাঁর চিত্রনাট্য পছন্দ হয়নি। ‘কোয়ালিটি কাজে বিশ্বাস করি। সেজন্য অপেক্ষাতেও রাজি। পাশাপাশি টেলিভিশনও করি সেকারণেই। ব্রেক নিচ্ছি, টেলিভিশন ছেড়ে দিচ্ছি, তা নয়’, মত তাঁর। 

টেলিভিশন
সদ্য টেলিভিশন থেকে সাময়িক বিরতি নিয়েছেন মধুরিমা। কারণ হিসেবে বললেন, ‘আমি তো টাইপকাস্ট। শুধু নেগেটিভ। সেটা থেকে মানসিক ভাবে বেরনো জরুরি। টেলিভিশনে একটানা কাজ করলে অনেক সময় অভিনয়ের প্যাটার্ন এক হয়ে যায়। তাছাড়া এই সিরিজটা ছাড়াও আড্ডা টাইমসের ‘লেডি কুইন জেন্টস পার্লার’ করলাম। আমি আর খরাজদা (মুখোপাধ্যায়) লিড কাস্ট।’

নিরাপত্তাহীনতা
ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেললেও এখনও অনেক কিছু জানেন না বলে তিনি মনে করেন। আর তা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মধুরিমা। স্পষ্ট বললেন, ‘অভিনয় নিয়ে সঠিক প্রশিক্ষণ দরকার বলে মনে হয় আমার। আমার সেই অর্থে গ্রুমিং কখনও হয়নি। অনেক কিছু জানি না, এটা ইনসিকিওরিটির জায়গা।’ আরও একটা নিরাপত্তাহীনতা রয়েছে তাঁর কেরিয়ারের শুরু থেকেই। সেটা কী? ‘আমাকে দেখতে অন্যরকম বলে কাস্টিং হতো না। এটা তো আমার হাতে নেই। দেখতে সেনসুয়াস হওয়ার জন্য যখন কাস্টিং হয় না, ২২-২৩ বছরের একটা মেয়েকে এটা মানসিক ভাবে অনেক পিছনে ঠেলে দেয়।’

প্রতিযোগী
প্রতিদিন ভালো কাজের ইচ্ছে বাঁচিয়ে রাখা মধুরিমার প্রতিযোগী কারা? স্পষ্ট জবাব, ‘আমার মনে হয় সবাই ভালো কাজ করে। তারা আমার থেকে এগিয়ে আছে। আমি প্রতিযোগিতায় অংশ নিতেই পারব না। তারা যা যা কাজ করেছে, আমি তেমন সুযোগ পাইনি। ভাবতে পারছেন, এটা আমার প্রথম ওয়েব ডেবিউ!’
স্বরলিপি ভট্টাচার্য

19th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ